স্বামী কৃষ্ণানন্দের নাতি ও প্রপৌত্রের ৯ দিনের সফরে মরিশাস যাত্রা

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৮, ২০২৪ at ২৩:৫৮

এসপিটি নিউজ, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: হিউম্যান সার্ভিস ট্রাস্টের আমন্ত্রণে আগামি ১ মার্চ ন’দিনের সফরে মরিশাস যাত্রা করছেন সেদেশের জাতীয় সাধক স্বামী কৃষ্ণানন্দ সরস্বতীর নাতি কৈলাশ সিং রতনু ও প্রপৌত্র কুণাল রতনু। তাঁরা দু’জনেই ভারতের রাজস্থানের বিকানেরের বাসিন্দা। দু’জনেই মরিশাসে মহাশিবরাত্রি উৎসবে বিশেষ অতিথি হিসাবে অংশ নেওয়ার কথা।

স্বামী কৃষ্ণানন্দ সরস্বতী হলেন মরিশাসের স্বাধিনতার পথ প্রদর্শক। সেই স্বামী কৃষ্ণানন্দের নাতি হলেন কৈলাশ সিং রতনু এবং প্রপৌত্র হলেন কুণাল রতনু। তারা দু’জনেই আগামী ১ মার্চ বিকানেরের নল বিমানবন্দর থেকে মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন।  কুণাল রতনু এবং কৈলাশ সিং রতনু মরিশাসের গ্র্যান্ড বেসিনে গঙ্গা পুকুরে আয়োজিত মহাশিবরাত্রি উৎসবে বিশেষ অতিথি হিসাবে অংশ নেবেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথ।

জানা যায় যে স্বামী কৃষ্ণানন্দের জন্মস্থান ছিল রাজস্থানের বিকানের এবং যোধপুরের সীমান্তে অবস্থিত দাসোদি গ্রাম।

সম্প্রতি কুণাল রতনুর সাথে তার পিতা হিংলাজ দন রতনু যিনি রাজস্থান সরকারের রাজস্থান তথ্য কেন্দ্র কলকাতার তথ্য ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক চাণক্যপুরীতে মরিশাস দূতাবাসে  মরিশাসের রাষ্ট্রদূত হাইকমিশন হেমন্দয়াল দিলুমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। কৈলাশ সিং রতনু স্বামী কৃষ্ণানন্দ জি সরস্বতীর নাতি এবং রাজস্থানে স্বামীজির সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। কুণাল রতনু এবং কৈলাশ সিং রতনু মরিশাসের বেশ কয়েকটি প্রোগ্রামে অংশ নেবেন যেখানে তারা হিউম্যান সার্ভিস ট্রাস্ট মরিশাসের চেয়ারপারসন প্রেমচাঁদ বুজহাওয়ান মুন্সি জির সাথে দেখা করবেন এবং GOPIO মরিশাস (ভারতীয় বংশোদ্ভূত বৈশ্বিক সংস্থা পিপল) এর সভায় যোগ দেবেন।

Published on: ফেব্রু ২৮, ২০২৪ at ২৩:৫৮


শেয়ার করুন