গণহত্যা দিবস পালিত কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে, উঠল আন্তর্জাতিক স্বীকৃতির দাবি

Main বাংলাদেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ২৬, ২০২২ @ ১৭:২১

এসপিটি নিউজ, কলকাতা, ২৫ মার্চ: গতকাল কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে পালিত হলো গণহত্যা দিবস। এই অনুষ্ঠান থেকেই দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানানো হলো। উপস্থিত বিশিষ্টজনেরা দিনটির গুরুত্ব স্মরণ করেন। প্রদর্শিত হয়  দুটি তথ্যচিত্র।
গতকাল শুক্রবার আন্তর্জাতিক স্বীকৃতির দাবী জানিয়ে বাংলাদেশ উপ-দূতাবাস, কলকাতায় পালিত হলো গণহত্যা দিবস।বাংলাদেশ গ্যালারীতে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী প্রেরিত বানী পাঠ করে শোনান যথাক্রমে কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম এবং কাউন্সিলর (কনস্যুলার) মো: বশির উদ্দিন। এরপর গণহত্যা দিবস হিসেবে নির্মিত দুটো তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপ-হাইকমিশনার তৌফিক হাসান স্বাগত ভাষন দেন। তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথির বক্তব্যে দূরদর্শন কলকাতার প্রাক্তন ডিরেক্টর অভিজিত দাসগুপ্ত তার বক্তব্যে গণহত্যার প্রমাণে ১৯৭১ সালের বিভিন্ন ছবি বিদেশের বিভিন্ন আর্কাইভ থেকে সংগ্রহের সরকারী উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।
কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন, আন্তর্জাতিক স্বীকৃত তথ্য অনুসারেই ২৫ মার্চ ঢাকায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়। সেই গণহত্যার ইতিহাস তরুন প্রজন্মকে জানাতে হবে।

Published on: মার্চ ২৬, ২০২২ @ ১৭:২১



শেয়ার করুন