দল না ছাড়ায় বিজেপি কর্মী-সমর্থকদের পিটিয়ে হাসপাতালে পাঠাল দুষ্কৃতীরা, অভিযোগ তৃণমূলের দিকে

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                    ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মে ৫, ২০১৮ @ ১০:২১

এসপিটি নিউজ, নারায়নগড়, ৫ মেঃ সেই ট্র্যাডিশন সমানে চলছে। বাম আমলেও এই ছবি দেখা যেত নারায়নগড়ে। তৃণমূলের জমানাতেও উঠে এল সেই একই ছবি। মুখে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস ভোট চায়। শান্তি চায়। উন্নয়ন চায়। অথচ পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে উলটো ছবি। শুক্রবার রাতে যা বিভীষিকার চেহারা নেয় পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে। যেখানে এক দল দুষ্কৃতী বিজেপির কর্মী-সমর্থকদের এমন মার মারে যে তাদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে দিতে হয়। যাদের মধ্যে তিনজন মহিলাও আছে। গ্রামের মানুষের জানতে বাকি নেই এই দুষ্কর্মের পিছনে কাদের হাত আছে।

দু’দিন আগেই বিজেপি নেতা শমীক ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন, গত সাত বছরে যদি উন্নয়ন হয়েই থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের এত ভয় কিসের? কেন তারা সন্ত্রাস করে বিরোধীদের ভোট করতে দিচ্ছে না। কেন তারা বিজেপি কর্মী-সমর্থক-পার্থীদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে? আসলে তারা ভয় পেয়েছে, কারণ, উন্নয়ন হয়েছে শুধুমাত্র তৃণমূলের নেতাদের। শমীক ভট্টাচার্যের এই কথাকেই কিন্তু পরোক্ষে শিলমোহর দিয়ে দিল তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের নেতারা। তা না হলে নারায়নগড়ে শুক্রবার রাতে কেনই বা বিজেপি কর্মীরা আক্রান্ত হবে? এই প্রশ্ন তুলেছেন বিজেপির নেতারা।

কি ঘটেছিল? অভিযোগ, এলাকায় লিফলেট বিলি করে বিজেপি প্রার্থীকে দল ছাড়তে হবে। এই হুমকির কাছে  মাথা নত না করায় এক দল দুষ্কৃতী বিজেপি কর্মী-সমর্থকদের উপর চড়াও হয়। শুরু হয় মারধর। ভাঙচুর করা হয় ১০-১৫টি বাড়ি। এর আগেও এমন দাবি করা হয়েছিল। তখনও গ্রামের বিজেপি কর্মীরা মাথা নত করেননি। এদিন তারই জের এই আক্রমণ। তৃণমূলের দুষ্কৃতীদের বেদম প্রহারে জখম হন বিজেপির আট জন কর্মী বলে অভিযোগ করেন বিজেপির জেলা সভাপতি শমিত দাস। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এদের মদ্যে দু’জনকে খড়্গপুর মহকুমা হাসপাতাল ও দু’জনকে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তৃণমূল যথারীতি এই অভিযোগ অস্বীকার করেছে।

Published on: মে ৫, ২০১৮ @ ১০:২১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 − = 27