কু-ঝি্ক-ঝিক করতে করতে ছুটল ১১২বছরের পুরনো কয়লার ইঞ্জিন

Main দেশ ভ্রমণ রেল
শেয়ার করুন

Published on: অক্টো ১৭, ২০১৮ @ ২২:৩৯

এসপিটি নিউজ ডেস্কঃ বুধবার ফের কু-ঝিক-ঝিক করতে করতে কয়লার ইঞ্জিন ধোঁয়া উড়িয়ে কালকা-সিমলার রেল পথ ধরে ছুটল। প্রায় ছ’মাস বাদে সিমলা রেলস্টেশন থেকে ক্যাথলিঘাট পর্যন্ত ১১২ বছরের পুরনো কয়লার ইঞ্জিন চালানো হল। আর এটা সম্ভব করল ইংল্যান্ড থেকে আসা ২২জন পর্যটক। ১.২০ লাখ টাকায় তারা এই ইঞ্জিন বুকিং করেন।

বুধবার সকাল ৯টা ৩০মিনিট নাগাদ সিমলা স্টেশন থেকে পতাকা নেড়ে চলার সঙ্কেত দেওয়া হয়। ২২কিলোমিটার চলার পর এই ঈঞ্জিন এদিন ক্যাথলিঘাট পৌঁছয়। যখন কালো ধোঁয়া উড়িয়ে কু ঝিক ঝিক করতে করতে ইঞ্জিন ছুটছিল তখন আশপাশের বহু মানুষ চলে আসে প্রাচীন এই ইঞ্জিন দেখতে।পরে এটিকে ফের সিমলায় ফিরিয়ে আনা হয়। এই ইঞ্জিনের সঙ্গে দুটো বগি লাগানো হয়।

১৯০৬ সালে ব্রিটিশ্র প্রথম কয়লার ইঞ্জিন চালিয়েছিল কালকা-সিমলা ট্র্যাকে। ১৯৭১ সাল পর্যন্ত চলে। এরপর এই ইঞ্জিন চালানো বন্ধ করে দেওয়া হয়। ২০০১ সালে এই ইঞ্জিনের মেরামত করা হয়। এখন পর্যটকরা বুকিং করায় ইঞ্জিনটি চালানো হয়। ৫২০ কেসি নামের এই ইঞ্জিন নর্থ ব্রিটিশ লোকোমোটিভ কোম্পানি থেকে তৈরি করা হয়েছিল।

ইংল্যান্ডের ম্যারিন, বিলোম, দায়ন, এডয়ার্ড, জেমস সহ ২২জন পর্যটক বুধবার কয়লার ঈঞ্জিনের সাথে জুড়ে দেওয়া বগিতে চেপে সিমলা থেকে ক্যাথলিঘাট পর্যন্ত সফর করেন। তার সকলেই এই সফরকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। তারা বলেন, এদিনের এই সফর তাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

স্টেশন মস্টার প্রিন্স শেঠি জানান, পর্যটকরা চাইলেই এই ইঞ্জিন চলবে। এজন্য তাদের প্রয়োজনীয় অর্থ দিয়ে বুকিং করা জরুরি। বিদেশি এই পর্যটকরা বুকিং করায় আজ এই ইঞ্জিন চালানো সম্ভব হয়েছিল।

Published on: অক্টো ১৭, ২০১৮ @ ২২:৩৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 − = 18