ব্রাজিলের বিরুদ্ধে ৫৫ বছরের খরা কি কাটাতে পারবে বেলজিয়াম

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুলা ৫, ২০১৮ @ ২২:৪৯

এসপিটি স্পোর্টস ডেস্কঃ এবারের বিশ্বকাপে সবচেয়ে আকর্ষনীয় ম্যাচটি হতে চলেছে ৬ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে ১১টায়। যে ম্যাচে মুখোমুখি হতে চলেছে ২০১৮ ফিফা বিশ্বকাপের দুই ফেবারিট দল ব্রাজিল ও বেলজিয়াম। অনেকেই এই ম্যাচটিকে প্রতিযোগিতার সবচেয়ে বড় ম্যাচ মনে করছেন। এই ম্যাচে ব্রাজিলের পক্ষে সমর্থনের হার বেশি থাকবে সে বিষয়ে কারও দ্বিমত নেই। কিন্তু এই মুহূর্তে বেলজিয়াম বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে মাঠে নামতে চলেছে। ৫৫ বছর আগে তারা শেষবার ব্রাজিলের বিরুদ্ধে জিতলেও তারপর তারা আর ব্রাজিলের বিরুদ্ধে জিততে পারেনি। তাই প্রশ্ন উঠছে, এবার কি তারা সেই খরা কাটিয়ে জয়ের মুখ দেখবে?

বিশ্বকাপে এ পর্যন্ত বেলজিয়াম একবারই ব্রাজিলের মুখোমুখি হয়েছে। ২০০২ সালের সেই স্মৃতি সুখকর নয়। সেবার রিভাল্ডো ও রোনাল্ডোর জোড়া গোলে হেরে দ্বিতীয় রাউন্ডে দেশে ফেরার বিমান ধরে। তারপর থেকে একবারও আর মুখোমুখি হওয়ার সুযোগ হয়নি।

এর মধ্যে ব্রাজিল ২৩৯টি ম্যাচ খেলে ফেলেছে। যার মধ্যে সবচেয়ে বেশি ১৮টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনার বিরুদ্ধে। ইউরোপিয়ান দেশের মধ্যে সবচেয়ে বেশি সাতটি ম্যাচ খেলেছে একমাত্র ইংল্যান্ড দলের বিপক্ষে। কিন্তু খেলা হয়নি বেলজিয়ামের বিরুদ্ধে। তাই এবারের ম্যাচ ঘিরে বেলজিয়ামও মুখিয়ে আছে। তাদের কাছে এই ম্যাচ একটা বড় চ্যালেঞ্জ। একদিকে এই ম্যাচ জিতে ৫৫ বছরের খরা কাটানো। দুই, ২০০২ সালের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে হারার প্রতিশোধ নেওয়া।

৫৫ বছর আগে ১৯৬৩ সালে জিতো-গিলমারদের ব্রাজিলকে এক প্রীতি ম্যাচে ৫-১ হারিয়েছিল ‘রেড ডেভিল’রা। এরপর ১৯৬৫ সালে দ্বিতীয় মোকাবিলায় বেলজিয়ামকে ৫-০ ব্যবধানে হারায় ব্রাজিল। সেই ম্যাচে পেলে হ্যাটট্রিক করেছিলেন। এরপর ১৯৮৮ সালে ফের হারে বেলজিয়াম।

এবার তাই দেখার বিষয় বেলজিয়াম ব্রাজিলের বিরুদ্ধে কিরকম খেলে। এবারের বিশ্বকাপে বেলজিয়ামকে সম্ভাব্য বিজয়ীর তালিকায় রেখেছেন ফুটবল বিশেষজ্ঞরা। তাই এবার তারা ৫৫ বছরের খরা কাটিয়ে জয়ের মুখ দেখতে পারবে নাকি ব্রাজিল তাদের জয়ের রাস্তা অক্ষুন্ন রাখবে। এজন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে।

Published on: জুলা ৫, ২০১৮ @ ২২:৪৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − = 10