বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার, সঙ্গে দু’জন উপ-মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী জানালেন শুভেচ্ছা

দেশ
শেয়ার করুন

Published on: নভে ১৬, ২০২০ @ ২০:৩৯

এসপিটি নিউজ ডেস্ক:   আজ সপ্তম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জেডি ইউ-এর সুপ্রিমো নীতিশ কুমার। সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির তারকিশোর প্রসাদ এবং রেনু দেবী নিলেন শপথ। প্রধানমন্ত্রী নীতিশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপ্তহ নেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এক শুভেচ্ছা বার্তা জানিয়েছেন- নীতীশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য অভিনন্দন। পাশাপাশি যারা বিহার সরকারের মন্ত্রীর পদে শপথ নিয়েছেন তাদেরও আমি অভিনন্দন জানাই। এনডিএ পরিবার বিহারের অগ্রগতির জন্য একসাথে কাজ করবে। আমি বিহারের কল্যাণে কেন্দ্রের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দিয়েছি।

শপথ গ্রহণের পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন- জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে এনডিএ আবার রাজ্যে সরকার গঠন করেছে। আমরা একসাথে কাজ করব এবং জনগণের সেবা করব। তবে এর আগের মন্ত্রিসভার উপ-মুখ্যমন্ত্রী বিজেপির সুশীল মোদি এবার না থাকায় তা নিয়ে প্রশ্ন করা হলে নীতিশ বলেন- সুশীল মোদীকে উপ-মুখ্যমন্ত্রী পদে নামা না দেওয়ার সিদ্ধান্ত বিজেপির।তাদের এ সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত।

বিহারে বিজেপির ইনচার্জ দেবেন্দ্র ফাদনাভিস এ প্সঙ্গে বলেন- সুশীল মোদী জি মোটেও বিরক্ত নয়। তিনি আমাদের কাছে সম্পদ। পার্টি তাকে নিয়ে ভাববে, তার জন্য একটি নতুন দায়িত্ব দেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান- “আমরা অনেক খুশি। বিহারে এনডিএ একটি আশ্চর্যজনক জয় পেয়েছে। এই সরকার আগামী 5 বছর ধরে চলবে এবং বিহারকে এগিয়ে নিয়ে যাবে।”

“নীতীশ কুমার এবং নতুন শপথ নেওয়া সকল মন্ত্রীদের অভিনন্দন। আমি নিশ্চিত যে প্রধানমন্ত্রী মোদির নির্দেশনায় এনডিএ রাজ্যতে কৃষক-সমর্থক, মহিলা, যুব ও উন্নয়নমুখী সরকার দেবে। আমি বিহারের মানুষকে আশ্বস্ত করি যে এনডিএ তাদের আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।  জানিয়েছেন বিজেপি-র সভাপতি জে পি নাড্ডা।

Published on: নভে ১৬, ২০২০ @ ২০:৩৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

69 + = 76