আমরা দুঃখিত- গতকাল এই বিশেষ কারণে সংবাদ প্রভাকর টাইমস কোনও খবর সম্প্রচার করতে পারেনি

Main দেশ বিদেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ২২, ২০১৯ @ ১৬:৩৭

এসপিটি নিউজ, নৈহাটি, ২২জুন: অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি- গতকাল বারাকপুর সন্নিহিত এলাকায় নেট পরিষেবা সরকারি নির্দেশে বন্ধ করে দেওয়ায় সংবাদ প্রভাকর টাইমস তাদের নিউজ পোর্টালের কোনও সংবাদ সম্প্রচার করতে পারেনি। আমরা এজন্য দেশে ও বিদেশে আমাদের সমস্ত পাঠক-পাঠিকা বন্ধুদের কাছে ক্ষমাপ্রার্থী।

আমাদের সংবাদ প্রভাকর টাইমস পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর মহকুমার নৈহাটি এলাকা থেকে সম্প্রচারিত হয়ে থাকে।কিন্তু গত দু’তিন দিন ধরে নৈহাটি পার্শ্ববর্তী এলাকা কাঁকিনাড়া ও ভাটপাড়া এলাকা অশান্ত হয়ে ওঠে। দু’পক্ষের মধ্যে বোমাবাজি, গুলির লড়াই চলে। তাতে তিনজন মানুষের মৃত্যু হয়। এরপর পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে।

গতকাল মৃতদেহগুলি নিয়ে কোনও একটি বিশেষ রাজনৈতিক দল এলাকায় মিছিল করে শ্মশানে নিয়ে যায়। সেই পরস্থিতি ঘিরে এলাকা ফের অশান্ত হয়ে ওঠে। জারি করা হয় ১৪৪ ধারা। এই পরিস্থিতিতে রাজ্য সরকার করা হাতে পরিস্থিতি মোকাবিলা করে। আর সেইজন্য এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। যার ফলে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। ফলে নেট- নির্ভর আমাদের এই সংবাদ মাধ্যম তাদের পরিষেবা চালু রাখতে ব্যর্থ হয়েছে। আমরাও বাধ্য হয়ে সংবাদ পরিবেশনে অক্ষম হয়ে পড়ি। এজন্য আবারও সকল পাঠকের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আশা করব আপনারা বিষয়টি বুঝে আগের মতো এবারেও আমাদের সঙ্গে সহযোগিতার পরিবেশ বজায় রাখবেন। আপনারা সঙ্গে থাকুন, আমরা আরও ভাল, গঠনমূলক সংবাদ পরিবেশন করে আপনাদের সামনে অনেক বেশি অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করে যাব।

Published on: জুন ২২, ২০১৯ @ ১৬:৩৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 3