বিজেপি নিজেদের উদ্যোগেই এলাকা স্যানিটাইজ করল, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দা

কোভিড-১৯ রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

Published on: সেপ্টে ১, ২০২০ @ ২১:৫৩
Reporter: Biswajit Pande

এসপিটি নিউজ, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর:  একজন ব্যক্তি যিনি কিনা মেদিনীপুর পুরসভায় করোনা যোদ্ধা হিসেবে কাজ করেছেন সেই মানুষটি করোনায় আক্রান্ত হলেন। অথচ তার পর সেই এলাকায় অন্যান্য মানুষের জন্য পুরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই অভিযোগ এনে এলাকাকে জীবাণু মুক্ত করতে বিজেপি নিজেদের উদ্যোগে স্যানিটাইজ করার কর্মসূচি পালন করল মঙ্গলবার।প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় মহিলা।

মেদিনীপুর শহরের বিজেপি-র পূর্ব মণ্ডলের উদ্যোগে পুর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের নান্নুর চক রাউতপাড়া এলাকায় এই কর্মসূচি নেওয়া হয়। যেখানে মণ্ডল কমিটির সভাপতি দেবাশীষ দাস, সাধারণ সম্পাদক অভীক চক্রবর্ত্তী ও বৈদ্যনাথ বেহারা , শক্তি কেন্দ্রের প্রমুখ বিনোদ হাতি সহ এলাকার বিজেপি কর্মীরা উপস্থিত থেকে এলাকাকে জীবাণু মুক্ত করতে স্যানিটাইজ করা হয়।

এদিন দেখা যায়, মেদিনীপুর পুর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের নান্নুর চক এলাকায় এক মহিলা রীতিমতো ক্ষেপে গিয়েছেন স্থানীয় কাউন্সিলরের ভূমিকায়। তিনি অভিযোগ করেন- এখানকার কাউন্সিলর তো শুধু কাগজে সাফাই দিয়ে চলেছেন এই করছেন সেই করছেন অথচ এখানে একজন করোনা সন্দেহে রয়েছে তার কোনও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, সে কেমন আছে তা জানা যাচ্ছেন, এলাকাকে স্যানিটাইজ করা হচ্ছে না- তাহলে তিনি কিসের কাউন্সিলর?

বিজেপি নেতা দেবাশীষ দাস বলেন পুরসভা যে কোনো কাজই করেনি তা আবারো প্রমাণ পেল।যে কাজ প্রশাসনের করা উচিত ছিল সেটা তারা করছেন না আক্রান্ত জেনেও কোনও ব্যবস্থা নেয়নি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা আবারো এই ঘটনার পর প্রমাণ করলো যে তৃণমূল সরকার করোনা মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ, সাধারণ জনগণ এই মহামারী পরিস্থিতিতে অসহায় অবস্থায় রয়েছেন।তাই বিজেপির উদ্যোগে সাধারণ মানুষের কথা ভেবে করোনা আক্রান্ত এলাকাগুলিকে মঙ্গলবার স্যানিটাইজ করা হল।

Published on: সেপ্টে ১, ২০২০ @ ২১:৫৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 61 = 71