বিশ্বের বৃহত্তম সৌরবৃক্ষ- সাড়ে ১১ কিলো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে

Main দেশ রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

সিএসআইআর-সিএমইআরআই উদ্ভাবন করল বিশ্বের বৃহত্তম সৌরবৃক্ষ।
এখান থেকেই বছরে ১২ থেকে ১৫ হাজার ইউনিট পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপন্ন হবে।
এই সৌরবৃক্ষ জ্বালানি নির্ভর এবং কার্বন মুক্ত ভারত গড়ার পথে এক প্রশংসনীয় পদক্ষেপ।

Published on: সেপ্টে ২, ২০২০ @ ১৬:০৮

এসপিটি নিউজ: পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিশ্বের বৃহত্তম সৌরবৃক্ষ উদ্ভাবন করল সিএসআইআর-সিএমইআরআই। এই সৌরবৃক্ষটি স্থাপন করা হয়েছে সংস্থার আবাসিক কলোনীতেই। সংস্থার নির্দেশক ড. হরিশ হীরানী জানিয়েছেন, এই সৌরবৃক্ষ থেকে সাড়ে ১১ কিলো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে।এখান থেকেই বছরে ১২ থেকে ১৫ হাজার ইউনিট পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপন্ন হবে। এই সৌরবৃক্ষ জ্বালানি নির্ভর এবং কার্বন মুক্ত ভারত গড়ার পথে এক প্রশংসনীয় পদক্ষেপ। প্রেস ইনফর্মেশন ব্যুরো এই সংবাদ জানিয়েছে।

এই সৌরবৃক্ষ তৈরি করতে কত টাকা খরচ পড়বে

পিআইবি সূত্র বলছে, প্রধানমন্ত্রী কিষান উর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিযান প্রক্লপের মাধ্যমে কৃষকদের জন্য উৎসাহী অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাজারি শিল্পোদ্যোগ সংস্থাগুলি এ ধরনের গাছ তৈরি করতে পারবে। ইতিমধ্যে সিএসআইআর-সিএমইআরআই সৌরশক্তি চালিত বৈদ্যুতিন সুবিধা কিয়স্ক, ই-ন্যাম ব্যবস্থার উদ্ভাবন করেছে। এর সাহায্যে কৃষকরা অনলাইন মার্কেটের সুবিধা পাবেন।প্রতিটি সৌরবৃক্ষ নির্মাণে খরচ হবে সাড়ে সাত লক্ষ টাকা।

এই সৌরবৃক্ষ কি সুবিধা প্রদান করবে

অধ্যাপক হিরানী পিআইবি-কে জানান- “বিশ্বের সবচেয়ে বড় এই সৌরবৃক্ষ বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে। এর সাহায্যে কৃষি ক্ষেত্রে উচ্চ-ক্ষমতাসম্পন্ন পাম্প, বৈদ্যুইতিন ট্র্যাক্টর এবং বৈদ্যুইতিন টিলার চালানো যাবে। এটি জীবাশ্ম জ্বালানীর ব্যবহার কমাতে সাহয্য করবে। প্রতিটি সৌরবৃক্ষ ১০-১২ টন কার্বনডাইঅক্সাইড নিঃসরণ কমাবে। জীবাশ্ম জ্বালানী ব্যবহার করে উৎপাদিত বিদ্যুতের নিরিখে এই হিসাব করা হয়েছে। এখানে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হবে।

এই সৌবৃক্ষের পিভি প্যানেলের গুণাগুন

এই বৃক্ষটিকে তার উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে। যাতে সৌরবৃক্ষের প্রতিটি সোলার পিভি প্যানেল সর্বোচ্চ সূর্যালোক পায় এবং এগুলির নীচে কম ছায়া সৃষ্টি হয়। প্রতিটি গাছে ৩৫টি সোলার পিভি প্যানেল আছে। প্রতিটি প্যানেল থেকে ৩৩০ ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। এই প্যানেলগুলি প্রয়োজন অনুসারে সরানোও যাবে। এই সুযোগ বাড়ির ছাদে বসানোর প্যানেলের নেই।এই বৃক্ষে উৎপাদিত বিদ্যুৎ সম্পর্কে দৈনিক তথ্য সংগ্রহ করা হবে।ছবি; পিআইবি

Published on: সেপ্টে ২, ২০২০ @ ১৬:০৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − = 16