বিজেপির রথযাত্রা মামলায় আদালতে বড় ধাক্কা খেল রাজ্য, স্থগিতাদেশ খারিজ

Main রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ৭, ২০১৮ @ ২৩:২৬

এসপিটি নিউজ, কলকাতা, ৭ ডিসেম্বরঃ শুক্রবার আদালতের দিকে তাকিয়ে ছিল শাসক-বিরোধী দুই পক্ষ। এদিন ছিল রথযাত্রা মামলার শুনানি। কি হয় সেদিকেই নজর ছিল সবার। এর আগে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ বিজেপির রথযাত্রায় স্থগিতাদেশ জারি করেছিল। আর আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ খারিজ করে দেন। সেই সঙ্গে আগামী শুক্রবারের মধ্যে বিজেপির তিন প্রতিনিধির সঙ্গে রাজ্য সরকারের তিন শীর্ষকর্তাকে বৈঠক করে সরকারের সিদ্ধান্ত জানাতে বলেছেন।

এদিন আদালতে বিজেপির পক্ষ থেকে জানানো হয় তারা রথযাত্রার অনুমতি চেয়ে গত ২৯ অক্টোবর থেকে নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বারে বারে প্রশাসনকে চিঠি দিয়েছেন। কিন্তু কোনও সাড়া মেলেনি। বিচারপতি সেই নথি দেখে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করেন-

  • অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আপনাদের নীরবতা কেন?
  • আপনারা তো কর্মসূচি ছোট করতে বলতে পারতেন।
  • কর্মসূচির বহর কমাতে অনুরোধ করেননি কেন?
  • আপনারা বলতে পারতেন এক হাজারের বেশি মানুষ নিয়ে কর্মসূচি পালন করা যাবে না।
  • আপনারা আবেদনকারীদের একটা জবাব পর্যন্ত দেননি।
  • সব দায় কি আদালতের?
  • এমন অনৈতিক রাজ্যে পরিণত হতে দেবেন না যেখানে বিরোধীদের কর্মসূচি পালনের স্বাধীনতা নেই।
  • শীত ঘুম থেকে উঠুন।

বিচারপতির প্রশ্নবানে জর্জরিত হয়ে চুপ করে থাকেন এজি। এরপর বিচারপতি সব পক্ষের বয়ান শুনে জানান, ৮ জানুয়ারি পর্যন্ত মামলা স্থগিত থাকলে এর পর এই মামলার আর কোনও কার্যকারিতা থাকে না। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন-“এই পরিস্থিতি দূর করতে সরকার এবং বিজেপির মধ্যে সমন্বয় বাড়াতে রাজ্য প্রশাসনের তিন শীর্ষকর্তা-মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের প্রধানের সঙ্গে বৈঠকে বসতে নির্দেশ দেন।

আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, মমতা দিদি বাংলায় বিজেপিকে রাজনৈতিক কর্মসূচি পালনের আইনি অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করতে গেছিলেন, আদালত তা ব্যর্থ করে দিয়েছে। আদালত রাজ্য প্রশাসনকে বলছে সাহায্য করতে। এটা গণতন্ত্রের জয়।বিজেপি শীঘ্র গণতন্ত্র বাঁচাও যাত্রা শুরু করবে, বাংলায় তৃণমূলের অপশাসনকে প্রকাশ করবে।”

Published on: ডিসে ৭, ২০১৮ @ ২৩:২৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

89 − 85 =