মাওবাদী নাশকতা রুখতে কড়া সতর্কতাঃ ঝাড়খণ্ড সীমান্তবর্তী বেলপাহাড়ি্র গ্রামগুলিতে চলল তল্লাশি অভিযান

Main রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ৭, ২০২০ @ ২১:১৩
Reporter: Biswajit Panda

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৭ সেপ্টেম্বর: ঝাড়গ্রামে ফের নতুন করে মাওবাদী নাশকতার গন্ধ পাচ্ছে পুলিশ প্রশাসন।ইতিমধ্যে গোয়েন্দা সূত্রে তার কিছু ইঙ্গিত মিলেছে। আর তাই এখন থেকেই সতর্কতা জারি রেখেছে পুলিশ। চেকিং ও তল্লাশি অভিযান শুরু করেছে তারা।

জোরদার চেকিং শুরু করেছে ডিআইবির প্রতিনিধিরা

মাওবাদী নাশকতা রুখতে জোরদার চেকিং শুরু করেছে ডিআইবির প্রতিনিধিরা।সোমবার ঝাড়খণ্ড সীমান্তবর্তী বেলপাহাড়ি থানার জোরাম,  ঢাকাই, পচাপানি, পাথরচাকড়ি, কোদালবনি, চুরিমারা, ধাঙ্গি কুসুম সহ বেশ কয়েকটি গ্রামের রাস্তার দুধারে ডিআইবির প্রতিনিধিরা চেকিং করেন। সেই সঙ্গে বিভিন্ন ঝোপঝাড়েও তারা চেকিং করেন। রাস্তার মধ্যে ল্যান্ডমাইন সহ অন্য কিছু রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য পরীক্ষা করে দেখেন। এলাকায় কোনও ভিআইপি আসার আগে রাস্তার দু’ধারে যেমন চেকিং ও তল্লাশি চালানো হয় ঠিক একই কায়দায় ডিআইবির প্রতিনিধিরা এদিন তল্লাশি চালান।

কবে কোথায় কি ঘটেছে

  • উল্লেখ করা যায় যে গত ১৫ আগস্ট মাওবাদী নামাঙ্কিত পোস্টার ওই এলাকায় পাওয়া যায়।
  • তারপর ২৭ আগস্ট পচাপানি এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে।
  • ৪ সেপ্টেম্বর বেলপাহাড়ি থানার সিন্দুরিয়া এলাকায় রাস্তা তৈরি বন্ধ করতে বলে এক ঠিকাদারের নাম করে পোস্টার পড়ে।

রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র ঘুরে যান

৫ সেপ্টেম্বর রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র এসে ঝাড়গ্রাম ডিয়ার পার্ক এর কাছে নতুন পুলিশ লাইনে রাজ্য পুলিশের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। এরপর তিনি বেলপাহাড়ির ধাঙ্গিকুসুম এলাকা ঘুরে দেখেন ।রাজ্য পুলিশেরডিজি ঘুরে যাওয়ার পর ৬ ই সেপ্টেম্বর ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বেলপাহাড়ি থানার বিভিন্ন রাস্তায় বাইকের মাধ্যমে টহলদারি চালানো হয়।

মাওবাদীরা আসা-যাওয়া করছে বলে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাই রাজ্য পুলিশের ডিজি ঘুরে যাওয়ার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা  জোরদার করা হয়েছে।

Published on: সেপ্টে ৭, ২০২০ @ ২১:১৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

83 + = 91