বাংলাদেশ উপ-দূতাবাসে প্রেস সচিবের হাতে তুলে দেওয়া হল সংবাদ প্রভাকর টাইমস-এর দীপাবলী সংখ্যা

Main এসপিটি এক্সক্লুসিভ দেশ বাংলাদেশ
শেয়ার করুন

  • সংবাদ প্রভাকর টাইমস দীপাবলী সংখ্যা এ বছর পঞ্চম বর্ষে পা রেখেছে।
  • বাংলাদেশ উপ-দূতাবাসে প্রথম সচিব (প্রেস) ড. মোঃ মোফাকখারুল ইকবালের হাতে দীপাবলী সংখ্যা তুলে দেন পত্রিকার প্রধান সম্পাদক অনিরুদ্ধ পাল।
  • আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর তিরোধান দিবসে সংবাদ প্রভাকর টাইমস এক বিশেষ সংখ্যা প্রকাশ করতে চায়।

Published on: নভে ১০, ২০১৯ @ ০৯:৩৫

এসপিটি নিউজ, কলকাতা, ১০ নভেম্বরঃ পথ চলা শুরু হয়েছিল ২০১৫ সালে। দেখতে দেখতে কেটে গেল পাঁচটি বছর। ব্যতিক্রমী বাংলা মাসিক পত্রিকা সংবাদ প্রভাকর টাইমস সংবাদের জগতে নিজের মতো করে সংবাদ পরিবেশনে ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছে। সেই ধারাকে মজবুত করার লক্ষ্য নিয়েই প্রতি বছর পত্রিকার বিশেষ সংখ্যা হিসেবে দীপাবলী সংখ্যা প্রকাশিত হয়ে আসছে। এবছরের সেই বিশেষ সংখ্যা আমরা তুলে দিলাম কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের প্রথম সচিব (প্রেস)ড. মোঃ মোফাকখারুল ইকবালের হাতে। পত্রিকাটি তাঁর হাতে তুলে দেন আমাদের পত্রিকার প্রধান সম্পাদক অনিরুদ্ধ পাল।

সংবাদ প্রভাকর টাইমস-এর লক্ষ্য

গল্প-উপন্যাস-কবিতা-মনোরঞ্জনমূলক প্রতিবেদনের বাইরে বেরিয়ে একটু অন্য স্বাদের অন্য চিন্তাধারার লেখার সংকলন নিয়েই সংবাদ প্রভাকর টাইমস দীপাবলী সংখ্যা প্রকাশ করে আসছে। এ বছর পত্রিকা পঞ্চম বর্ষে পা রেখেছে। আমরা চেষ্টা করি তথ্য ও গবেষণাধর্মী কিছু প্রতিবেদন প্রকাশ করার। আর সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। এই ধরনের লেখার পাঠকও যে আছে সেটাও আমরা বিগত বছরগুলি ধরে লক্ষ্য করছি।

দীপাবলী সংখ্যায় বাংলাদেশের তিনটি প্রতিবেদন প্রকাশিত

এ বছর সংবাদ প্রভাকর টাইমস দীপাবলী সংখ্যায় বাংলাদেশের তিনটি লেখা প্রকাশ করেছে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রতিবেদন হল বাংলাদেশের সিনিয়র সাংবাদিক আতাউর রহমানের লেখা – “বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনাঃ উন্নয়নের এক বিস্ময়কর নাম বাংলাদেশ।”এছাড়াও আছে আরও দু’টি প্রতিবেদন- যার মধ্যে একটি বন্যপ্রাণ বিষয়ক এবং অপরটি ভ্রমণ বিষয়ক। “বাংলাদেশে বাঘের সংখ্যা কোথায় দাঁড়িয়ে”– লিখেছেন ঢাকায় ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ পোস্ট ও পরিবেশ বিষয়ক  শিক্ষার্থী ফিচার রাইটার প্রমিতি রহমান এবং “বাংলাদেশ পর্যটন সারা বিশ্বে নজর কেড়েছে”– লেখক অনিরুদ্ধ পাল, প্রধান সম্পাদক, সংবাদ প্রভাকর টাইমস।

তুলে দেওয়া হল প্রথম সচিব (প্রেস)-এর হাতে

গত ৮ নভেম্বর কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসে গিয়ে প্রথম সচিব (প্রেস) ড. মোঃ মোফাকখারুল ইকবালের হাতে পত্রিকাটির দীপাবলী সংখ্যা তুলে দেন আমাদের পত্রিকার প্রধান সম্পাদক অনিরুদ্ধ পাল।প্রথম সচিব মহাশয় আমাদের পত্রিকাটি গ্রহণ করেন। সেই সঙ্গে তিনি আমাদের পত্রিকার নাম বাংলাদেশ উপ-দূতাবাসে সংবাদ পত্রের তালিকায় সংযুক্তি করেন।

বঙ্গবন্ধুর তিরোধান দিবসে বিশেষ সংখ্যা প্রকাশের ভাবনা

প্রধান সম্পাদক অনিরুদ্ধ পাল উপ-দূতাবাসে প্রথম সচিব (প্রেস)ড. মোঃ মোফাকখারুল ইকবালকে জানান যে সংবাদ প্রভাকর টাইমস শুধু প্রত্রিকাই নয়, নিউজ পোর্টালও পরিচালনা করে আসছে ২০১৭ থেকে। পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত একমাত্র বাংলা নিউজ পোর্টাল যারা বাংলাদেশকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে এই পোর্টালে। একই সঙ্গে তিনি বাংলাদেশ উপ-দূতাবাসের এই কর্তাকে জানিয়ে আসেন তাদের পরবর্তী পরিকল্পনার কথাও। আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর তিরোধান দিবসে সংবাদ প্রভাকর টাইমস এক বিশেষ সংখ্যা প্রকাশ করতে চায়। পত্রিকা এই মহান কাজে বাংলাদেশের সহযোগিতা কামনা করে। প্রধান সচিব পত্রিকার এই চিন্তাভাবনাকে স্বাগত জানান।

Published on: নভে ১০, ২০১৯ @ ০৯:৩৫

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

25 − = 21