পারিবারিক বিবাদেও উঠল জয় শ্রীরাম ধ্বনিঃ রণক্ষত্রে ধনেখালিতে গুলিবিদ্ধ যুবক

Main রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ২৭, ২০১৯ @ ১৪:১৩

এসপিটি নিউজ, ধনেখালি,২৭জুন: দুই পরিবারের বিবাদের মধ্যেও উঠল জয় শ্রীরাম ধ্বনি। সেই বিবাদ শেষে রাজনৈতিক আকার নেয়। তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশের সঙ্গে বিবাদের সময় যুবককে লক্ষ্য করে গুলি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে খোদ পুলিশের বিরুদ্ধেই। জনতার রোষের মুখে পড়ে কার্যত থানার ভিতর আটকে থাকে পুলিশ। ভাঙচুর হয় পুলিশের গাড়ি। রণক্ষেত্রের চেহারা নেয় হুগলি জেলার গুড়াপ থানার অন্তর্গত ধনেখালি ব্লক।

ঘটনার সূত্রপাত গতকাল বিকেলে গুড়াপ থানার অন্তর্গত ধনেখালি ব্লকের আঁশপাড়ায়। সেখানে দুই পরিবারের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। আর সেই বিবাদের সময় সাধন বাউলদাস ‘জয় শ্রীরাম” ধ্বনি দেয়। আর তারপরই পরিস্থিতি চরমে পৌঁছয়। অভিযোগ, সনাতন বাউলদাস টাঙ্গি নিয়ে সাধনের মাথায় কোপ মারে। তাতে সে জখম হয়ে পড়ে যায়। এরপরই তা বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষের চেহারা নেয়। ঘটনাস্থলে পুলিশ আসে। শুরু হয় পুলিশ প্রহরা।

রাতে ওই গ্রামের পাশের গ্রাম সাঁতুড়িয়াতে পুলিশ টহল দিচ্ছিল। সেইসময় কাজ সেরে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা জয়চাঁদ মল্লিক। তাঁর অভিযোগ, পুলিশ তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ করে। জানতে চায় রাতে সে কোথা থেকে আসছে। কোথায় গিয়েছিল। জবাবে সে জানায় যে সে ডেকরেটর্সের কাজ সেরে বাড়ি ফিরছে। এইসময় এক পুলিশ কর্মী তাকে চড় মারে। ওই অবস্থায় বাড়ির দিকে আসার সময় পাড়ার কয়েকজন ছেলেদের সঙ্গে দেখা হয়। তাদের জয়চাঁদ সব ঘটনা খুলে বলে। তারা পুলিশের কাছে জানতে চায় কেন জয়চাঁদকে মারা হল। তার তো কোনও দোষ নেই। সে তো কাজ সেরে বাড়ি ফিরছে, তাহলে কেন তাকে মারা হল। এই সময় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয়। পাশে রাখা একটি পুলিশ ভ্যান উত্তেজিত জনতা ঠেলে নয়ানজুলিতে ফেলে দেয়। পুলিশ তখন উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে যায়। আর সেই সময় এক পুলিশ কর্মী আচমকা গুলি চালিয়ে দেয়। সেই গুলি গিয়ে লাগে সেই জয়চাঁদ মল্লিকের শরীরে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ধনেখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরে চুঁচূড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার প্রতিবাদে আজ হুগলি জেলা জুড়ে পথ অবরোধের ডাক দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। ধনেখালির বিজেপির মন্ডল সভাপতি স্বপন সাঁতরা অভিযোগ করেন- পুলিশ তাঁকে লক্ষ্য করেই গুলি চালিয়েছিল। আর সেই গুলি গিয়ে লাগে জয়চাঁদের শরীরে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাতে পথ অবরোধের ডাক দিয়েছি।

পুলিশ অবশ্য গুলি চালনার ঘটনা অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে।

Published on: জুন ২৭, ২০১৯ @ ১৪:১৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

83 − = 80