বাংলাদেশে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া

Main বাংলাদেশ বিদেশ
শেয়ার করুন

সংবাদদাতা-ইবতিসাম রহমান

Published on: জানু ৩১, ২০১৯ @ ০০:৫০

এসপিটি নিউজ, ঢাকা,  ৩০ জানুয়ারি : ড. শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬) এবং মো. ফজলে রাব্বী মিয়া (গাইবান্ধা-৫) একাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হবার পর বৈঠক মুলতবি করা হয়। পরে সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রথমে নবনির্বাচিত স্পিকারকে এবং পরে ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করান।স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী একমাত্র প্রার্থী থাকায় বৈঠকের সভাপতি ডেপুটি স্পিকার বলেন, ‘অন্য কোন প্রার্থী না থাকায় ড. শিরীন শারমিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত বাংলাদেশ গঠনে একাদশ জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, দেশের জনগণের জীবনমান উন্নয়নে ও সুশাসন প্রতিষ্ঠায় একাদশ সংসদের সকল সংসদ সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজ বিকেলে একাদশ জাতীয় সংসদে তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ার পর স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এক উন্নয়ন বিস্ময় হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ এখন তরুণ সমাজের জন্য অপার সম্ভাবনার ধার উন্মোচন করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তৃতীয়বারের মত স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলির সদস্য তোফায়েল আহমদ এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।

Published on: জানু ৩১, ২০১৯ @ ০০:৫০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 − = 31