প্রকাশ্যে গান্ধীজীর ছবিতে গুলি, প্রতিবাদ বিক্ষোভে বারাকপুরে গান্ধী আশ্রমে সরব হল তৃণমূল যুব কংগ্রেস

রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৩১, ২০১৯ @ ২১:০০

এসপিটি নিউজ, বারাকপুর, ৩১ জানুয়ারিঃ গতকাল ছিল জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়ান দিবস। সারা দেশেই দিনটি পালিত হয়েছে। আর সেই দিনেই কিনা চূড়ান্ত অপমান করা হল তাঁকে। অভিযোগ, বুধবার উত্তর প্রদশের আগ্রায় বিজেপির হিন্দু মহাসভার এক সভায় ওই সংগঠনের এক নেত্রীকে প্রকাশ্যে গান্ধীজীর ছবিতে গুলি ছুঁড়তে দেখা যায়।সেই ভিডিওটি সারা দেশে ভাইরাল হতেই সরব হয় গোটা দেশ। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গান্ধীজীর স্মৃতি বিজড়িত বারাকপুরের গান্ধী আশ্রমে গিয়ে অবস্থান বিক্ষোভে সরব হন প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদারের নেতৃত্বে শতাধিক মানুষ।

তৃণমূল যুব নেতা সম্রাট তপাদার এদিন বারাকপুরের গান্ধী আশ্রমে গিয়ে গান্ধীজীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন-“জাতির জনকের প্রতি অসম্মানজনক ভাষা  প্রয়োগ শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ গান্ধীজীকে একজন ‘চাতুর্বেনিয়া’ বলে কটাক্ষ করেছিলেন।এরপর গতকাল দেখলাম তাদেরই এক সংগঠন হিন্দু মহাসভার নেত্রীকে প্রকাশ্যে গান্ধিজীর ছবিতে গুলি চালাতে।এরা সত্যিই নির্লজ্জ। যারা জাতির জনককে সম্মান জানাতে পারে না তাদের ভারতীয় ভাবতে সত্যিই লজ্জা হয়।”

সম্রাটের সঙ্গে এদিন আর যারা এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন তারা হলেন-সর্বানী চ্যাটার্জী চক্রবর্তী  ও দেবারতি সেন, দেবজিৎ মুখার্জী সহ আরও অনেকে|সম্রাট বলেন-“নাথুরাম গডসে শুধুমাত্র গান্ধীজির প্রাণ নিয়েছেন কিন্তু বিজেপি নেতৃত্বধীন আরএসএস, হিন্দুমহাসভা  বজরং দল-এর মত সংগঠনগুলি গান্ধীজীকে বারংবার হত্যা করতে চেয়েছেন।কিন্তু এরা জানে না যে গান্ধীজীর মৃত্যু নেই, গান্ধীজির মৃত্যু হতে পারে না। গান্ধীজী শুধুমাত্র একটি ব্যাক্তির নাম নয় একটি আদর্শের নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় এদের কোনও স্থান নেই।দরকার হলে রক্ত দেব কোনওমতে বাংলার অসম্মান মেনে নেব না।”

Published on: জানু ৩১, ২০১৯ @ ২১:০০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

50 + = 54