জুতো পালিশ করে তৃণমূল যুব নেতা সম্রাটের নেতৃত্বে শিক্ষিত যুবকরা মোদির বিরুদ্ধে জানালেন এভাবেই প্রতিবাদ

অর্থ ও বাণিজ্য রাজ্য
শেয়ার করুন

“দেশের শিক্ষিত ছেলে-মেয়েরা এখন কোথায় যাবে। যে সংস্থাগুলি বন্ধ হয়ে যাচ্ছে বা গেছে বা ধুঁকছে লাত কি হবে- বলতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী?”

Published on: আগ ২৭, ২০১৯ @ ১৬:২১

এসপিটি নিউজ, বারাকপুর, ২৭ আগস্ট:  কোথায় আজ দাঁড়িয়ে আছে আমাদের দেশ ভারত। আমরা কি শুধু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তি ঘটিয়ে দিয়ে আনন্দে নাচতে থাকবো। দেশের শিক্ষিত বেকার ছেলে-মেয়েরা আজ কতটা সুরক্ষিত একেবারে ভেবে কেউ কি দেখছে। বহু সংস্থা বন্ধ হয়ে যেতে বসেছে। কাজ নেই। চাকরি নেই। টাকার জন্য মানুষ ঘুরে ঘুরে মরছে। বহু ছেলে-মেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। আর তারই প্রতিবাদে মোদির ভ্রান্ত নীতির প্রতিবাদ জানাতে অভিনব পন্থায় বিক্ষোভ দেখাল তৃণমূল যুব কংগ্রেস।

কেন এই প্রতিবাদ

তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার ক্ষোভের সঙ্গে বলেন- “দেশের শিক্ষিত ছেলে-মেয়েদের কাজ নেই। চাকরি চলে যেতে বসেছে। বহু সংস্থা দেউলিয়া হয়ে যাচ্ছে। অথচ আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি উনি দেশের সম্মান বাড়িয়ে চলেছেন এক এক দেশে ঘুরে। ভ্রমণ করে। আর পুরস্কার নিয়ে। এসব ছেলে-মেয়েদের কি হবে। দেশের শিক্ষিত ছেলে-মেয়েরা এখন কোথায় যাবে। যে সংস্থাগুলি বন্ধ হয়ে যাচ্ছে বা গেছে বা ধুঁকছে লাত কি হবে- বলতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী? আমরা তাই আজ বারাকপুর স্টেশন চত্বরে বসে জুতো পালিশ করে প্রতিবাদ জানালাম।”
দেশের আজ কোন জায়গায় দাঁড়িয়ে দেখে নেওয়া যাক নীচের এই তথ্যগুলির দিকে তাকিয়ে।

  • ১) জেট এয়ারওয়েজ – বন্ধ
  • ২) এয়ার ইন্ডিয়া 7,600 কোটি টাকা ক্ষতিগ্রস্ত
  • ৩) বি এস এন এল – 54,000 কর্মচারী কাজ হারাতে চলেছেন
  • ৪)  HAL এর কর্মচারী রা বেতন পাচ্ছেন না , কারন টাকা নেই !
  • ৫) পোস্টাল ডিপার্টমেন্ট 15,000 কোটি টাকা ক্ষতিগ্রস্ত
  • ৬) অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে এক কোটিরও বেশি ছাঁটাই হতে চলেছে
  • ৭) 30 টি বড় শহরে 1276 লাখ তৈরী ফ্ল্যাট বিক্রি হয়নি
  • ৮) এয়ারসেল কোম্পানি বন্ধ হয়ে গেছে
  • ৯) JP গ্রুপ বন্ধ হয়ে গেছে
  • ১০) ভারতের নিজস্ব সবচেয়ে লাভ দায়ক কোম্পানি ONGC প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে
  • ১১) 36 জন বড়ো বিনিয়োগকারী সংস্থা ভারত থেকে সরে গেছে
  • ১২) 2.4 লক্ষ কোটি টাকা ঋণ মকুব করা হয়েছে আদানি আম্বানি এবং আরও কয়েকজন কর্পোরেট ব্যাক্তি ৎো সংস্থার
  • ১৩) PNB দেউলিয়া হওয়ার পথে এগিয়ে চলেছে
  • ১৪) প্রতিটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ক্ষতিগ্রস্ত এবং ধুঁকছে
  • ১৫) 500+ বিলিয়ন ডলার বহির্বিশ্বের কাছে ভারতের ঋণ
  • ১৬) ভারতীয় রেলওয়ে বিক্রি হতে চলেছে
  • ১৭) দিল্লির লালকেল্লা সহ বিভিন্ন ঐতিহ্যবাহী সদন গুলি সরকার ভাড়া দিচ্ছে
  • ১৮) ভারতের বৃহত্তম গাড়ি তৈরি সংস্থা #মারুতি তার উৎপাদন কমিয়ে দিয়েছে
  • ১৯)  5500 গাড়ি প্রস্তুতকারক সংস্থা ক্রেতার অভাবের কারণে ভারতে বিনিয়োগ তুলে নিচ্ছে
  • ২১) OFB কর্পোরেট দের হাতে চলে যাওয়ার কারনে 1.5 লাখ কর্মচারী এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে
  • ২২) 18% – 28 % জিএসটি এবং ক্রেতার অভাবে নির্মাণ শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে ! বিল্ডার দের অনেকেই আত্মহত্যা করেছেন ঋণের ভারে !
  • ২৩) সারা দেশে কোটি কোটি শিক্ষিত ছেলে মেয়ে বেকারত্বের শিকার
  • ২৩) গত 45 বছরে বেকারত্বের হার সবচেয়ে বেশি
  • ২৪) 5 টা এয়ার পোর্ট আদানি গোষ্ঠীকে বিক্রি করে দেওয়া হয়েছে
  • ২৫) HNI রা ভারত ছেড়ে চলে যাচ্ছে রেকর্ড সংখ্যায়
  • ২৭) ভিডিওকন বন্ধ
  • ২৮) Tata Docomo বন্ধ
  • ২৯) CCD প্রতিষ্ঠাতা VG Siddhartha দেনার দায়ে আত্মহত্যা করেছেন !!
  • ৩০) পেট্রোল এর দাম খোলা বাজারে নিয়ন্ত্রিত হওয়ার কারণে জিনিস পত্রের দাম আগুন এবং পর্যাপ্ত আয় না থাকায় মানুষ মৃত্যু মুখে এগিয়ে চলেছে।

Published on: আগ ২৭, ২০১৯ @ ১৬:২১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + = 20