বরফের চাদরে ঢেকে গেল লাহুল উপত্যকা, তুষারপাতের কারণে মানালি-লে সড়ক বন্ধ

Main আবহাওয়া দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: অক্টো ৩১, ২০২০ @ ১২:৪২

এসপিটি নিউজ, মানালি, ৩১ অক্টোবর:  হিমাচল প্রদেশে কিছু এলাকায় তুষারপাত শুরু হয়ে গেছে। জাঁকিয়ে ঠান্ডাও পড়তে শুরু করেছে।তাজা তুষারপাত হয়েছে লাহুল-স্পিতি উপত্যকায়। বারালাচা পাসে এক ফুটের মতো বরফ পড়ার ফলে মানালি-লে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। দরচা এবং সরসুতে বেশ কিছু গাড়ি মাঝ রাস্তায় আটকে রয়েছে।

এছাড়াও রোটাং পাস, কুঞ্জম পাস সহ উপত্যকার নীচু এলাকাতেও মরশুমের প্রথম তুষারপাত হয়েছে। এই পরিস্থিতিতে এই সমস্ত এলাকায় তাপমাত্রা মাইনাস তিন থেকে চার ডিগ্রি নীচে নেমে গেছে। কেলং সহ এর আশপাশের এলাকাতেঈ এক ইঞ্চি মতো বরফ পড়েছে। সবে তো মরশুমের শুরু। তবে এবার অটল টানেল দিয়ে লে যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় মানুষ এবার একটু স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে।

প্রবল ঠন্ডাতেও রোতাং টানল দিয়ে লোকজনের যাতায়াত খোলা থাকবে।ওদিকে কোকসার থেকে সিস্যু গোন্দলা পর্যন্ত বরফ পড়ার ফলে রাস্তায় যানবাহনের চাকা পিছলে যাওয়ার বিপদ রয়েছে। গত কাল রাত থেকে হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হওয়ায় ঠান্ডা বেড়েছে।

Published on: অক্টো ৩১, ২০২০ @ ১২:৪২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

44 − = 37