বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা-কোথায়, জানিয়ে দিল আবহাওয়া দফতর

Main আবহাওয়া ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ৬, ২০২১ @ ১৭:০৩

এসপিটি নিউজ, কলকাতা, ৬ অক্টোবর:   বৃষ্টি এখনও হয়েই চলেছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আজও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকয়ার সম্ভাবনা আছে।

যেসমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেগুলি হল- দক্ষিণ ২৪ পগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া জেলার কিছু অংশ। এই জেলাগুলিতে আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।এজন্য আবহাওয়া দফতর সতর্ক করেছে।

কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস

কলকাতায় আজ সারা দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে- আংশিক মেঘলা আকাশ। কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস  এবং ২৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল- ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং ন্যূনতম তাপমাত্রা- ২৬.৬ ডিগ্র সেলসিয়াস। বাতাসে আপেক্ষির আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ- ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন-৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০.৪ মিলিমিটার।

পূর্ব ভারতের প্রধান শহরগুলির তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমান

আবহাওয়া দফতর এদিন পূর্ব ভারতের প্রধান প্রধান শহরের বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিমান রেকর্ড করেছে। ভুবনেশ্বরে এদিন সর্বোচ তাপমাত্রা ছিল-৩৪.৭ এবং সর্বনিম্ন-২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।বৃষ্টি হয়নি।গ্যাংটকে সর্বোচ্চ-২১.২ এবং সর্বনিম্ন-১৭.২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি ১.৩ মিলিমিটার।কলকাতায় সর্বোচ্চ-৩৪.৭ এবং সর্বনিম্ন-২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ০.৪ মিলিমিটার। পাটনায় সর্বোচ্চ-৩৩.৫ এবং সর্বনিম্ন-২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়নি। পোর্ট ব্লেয়ার-এ সর্বোচ্চ-৩০.৩ এবং সর্বনিম্ন-২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ৯.১ মিলিমিটার। রাঁচিতে সর্বোচ্চ-৩১.২ এবং সর্বনিম্ন-২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়নি।

Published on: অক্টো ৬, ২০২১ @ ১৭:০৩


শেয়ার করুন