প্রাচীন ভারত দেখতে হলে এখানে অবশ্যই যেতে হবে

দেশ ভ্রমণ
শেয়ার করুন

সৌমিতা দত্ত

Published on: সেপ্টে ১৪, ২০১৮ @ ০৯:২৬

এসপিটি নিউজ, বেনারসঃ বেনারস বললেই মনে পরে বিশ্বনাথ।  মনে পরে ষাঁড় , সিঁড়ি আর গলি নিয়ে এক গোলকধাঁধার শহর ।সেই জয় বাবা ফেলুনাথ পড়ার সময় থেকে এ শহরে মুগ্ধ হয়েছি আমি l তাই হাতে দিন কতক ছুটি পেতেই চেপে বসলাম বিভূতি এক্সপ্রেসে।

আগেই ঠিক করেছিলাম ভারত সেবাশ্রমে থাকবো । সেই মতো বেনারস স্টেশনে নেমেই অটো ধরে চললাম সিগরা। ভারত সেবাশ্রমের অফিসে । ওখানে ঘর পেলাম।

তৎকালীন মহারাজ স্বামী সৌম্যানন্দ আমাদের কাছে অভিভাবকের মতো ছিলেন । বিশ্বনাথ মন্দির ,  রামনগর দুর্গ , বেনারসের ঘাট , এসব দেখে নিলাম ।

অবশেষে একদিন চললাম সেই পুরোনো বেনারসের সন্ধানে । জায়গাটা ঠিক কোথায় জানতাম না । এদিকে আমাদের অটো চালক প্রদীপও চেনে না । আমি এটুকু জানতাম যে উত্তরে মচ্ছোদোরী পার্ক ছাড়িয়ে আরো এগিয়ে যেতে হবে ।আমি সেই মতো ওকে যেতে বললাম । এভাবে চলে এলাম মদনপুরাতে ।

এখানে ঘরে ঘরে তাঁত চলে ।বেনারসি বোনা হয় ।তাঁতের শব্দে কান পাতা দায় । এখানেই রয়েছে কাশী খন্ডের সব চেয়ে প্রাচীন শিব লিঙ্গ । এই তিনটি শিব প্রণবের প্রতীক । অর্থাৎ অ -উ -ম =ওম । মানে সৃষ্টি স্থিতি আর বিনাশের প্রতীক ।এই তিনটি শিব লিঙ্গ দর্শন করাই ছিল আমার বেনারস ভ্রমণের অন্যতম উদ্দেশ্য ।

Published on: সেপ্টে ১৪, ২০১৮ @ ০৯:২৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 3