পুরীতে মহাপ্রভু শ্রীজগন্নাথ দেবের রথযাত্রার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, দেখে নিন সেই ছবিগুলি

কোভিড-১৯ দেশ ধর্ম ভ্রমণ
শেয়ার করুন

Published on: জুলা ১২, ২০২১ @ ১০:৪১

এসপিটি নিউজ, পুরী, ১২জুলাই:   আজ মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা। সেই উপলক্ষ্যে পুরীতে আজ সকাল থেকে সমস্ত আচার-বিধি মেনে শুরু হয়েছে রথযাত্রার অনুষ্ঠান।গতবারের মতো এবারেও কোভিড-১৯ মহামারীর কারণে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করেছে ওড়িশা সরকার। তবে বিভিন্ন সংবাদ চ্যানেলে ও সোশ্যাল মিডিয়াতে চলছে লাইফ টেলিকাস্ট। সংবাদ প্রভাকর সেইসব মুহূর্তের ছবিগুলি পাঠকদের জন্য তুলে ধরল।

আনুষ্ঠানিক “দধি পাহাড়ি” শোভাযাত্রায় মনমুগ্ধকর পরিবেশে “ঝন্ত” এবং “কাহালি”র সুরে ছন্দ মিলিয়ে নন্দীঘোষ রথে চলেছেন মহাপ্রভু শ্রীজগন্নাথ।

ভগবান শ্রীবলভদ্রকে ঐতিহ্যবাহী তালের ছড়া নিয়ে “দধি পাহাড়ি” শোভাযাত্রায় তালধ্বজায় সজ্জিত হয়ে “রথ” এ চলেছেন।

এক ভক্তিমূলক পরিবেশে, মা সুভদ্রাকে “দধি পাহাড়ি” শোভাযাত্রায় দাবদলন “রথ”এ  চালকরা বহন করে নিয়ে যাচ্ছেন।

“রথ যাত্রা”র জন্য শ্রীমন্দিরের “সিংহদ্বার” বিভিন্ন ধরণের ফুল দিয়ে সাজানো হয়েছে।

মহাপ্রভুর “অজ্ঞানমালা” প্রাপ্তি এবং “রথপ্রতিষ্ঠা” সমাপ্তির পরে, “কলস” এবং “ধ্বজা” তিনটি “রথ” এর “চূড়ার” উপর স্থাপন করা হয়েছে।

পাহাড়ি চলার সময়ে বীজ, শিঙা এবং অন্যান্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সহযোগে শ্রীক্ষেত্রের পরিবেশ ভক্তিতে পূর্ণ হয়ে ওঠে।

Published on: জুলা ১২, ২০২১ @ ১০:৪১


শেয়ার করুন