পিংলায় কি তবে বিরোধী শূন্য পঞ্চায়েত, বিজেপির জেলা পরিষদের প্রার্থীকেও তৃণমূল টেনে নিল নিজেদের দিকে

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদতাতা-বাপ্পা মণ্ডল

Published on: এপ্রি ২৯, ২০১৮ @ ০০:০১

এসপিটি নিউজ, পিংলা, ২৮ এপ্রিলঃ তৃণমূল কংগ্রেস বলছে বিরোধী শূন্য পঞ্চায়েত।তবে কি তাই হতে চলেছে রাজ্যের বহু জায়গায়? এই প্রশ্ন উঠেছে নেকে আগেই। এবার পিংলায় যা ঘটল তারপর তো এটা নিয়ে আর কারও মনে সন্দেহই রইল না। সত্যিই বিরোধী শূন্য হচ্ছে বেশ কিছু পঞ্চায়েত। যেমনটা ঘটে গেল পিংলার ক্ষেত্রে। যেখানে পিংলা ব্লকের ১০টি অঞ্চলের মধ্যে সাতটিতেই তৃণমূল কব্জা করল। যেখানে বিরোধীরা প্রার্থীই দিতে পারেনি। পঞ্চায়েত সমিতিতেও দেখা গেল একই চিত্র। এরই মধ্যে দেখা গেল বিজেপির জেলা পরিষদের প্রার্থীও তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে তৃণমূলে ভিড়ে গেল।

জানা গেছে, পিংলা ব্লকের ১০টি অঞ্চলের ১৪২টি আসনের ১০৯টিতেই প্রার্থী দাঁড় করাতে পারেনি বিরোধীরা। পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে ২৩টিতে প্রার্থী দাঁড় করাতে পারেনি বিরোধীরা। জেলাপরিষদের ১৭ নম্বর আসনে বিজেপি প্রার্থী শেখ বদিরুদ্দিন এদিন খড়্গপুর মহকুমা শাসকের কাছে তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। এরপর তাকে দেখা যায় তৃণমূলের শিবিরে গিয়ে পতাকা হাতে নিয়ে নাড়াতে। এমনকী তার মুখ দিয়ে বের হল এমন সব কথা যার বাস্তবতা নিয়েই সন্দেহ দানা বাধল।

তৃণমূলে যোগদান করে তিনি জানিয়ে দিলেন, উন্নয়নের কাজে সামিল হওয়ার জন্যই তার তৃণমূলে যোগ দেওয়া। এ নিয়ে গ্রামের অনেকের প্রশ্ন, এটা কি তার এখন মনে পড়ল? মনোনয়ন জমা দেওয়ার সময় তার একথা মনে হয়নি। তাহলে তো তখনই পরিষ্কার হয়ে যেত যে তিনি তৃণমূলের লোক।

তৃণমূল কংগ্রেসের পিংলা ব্লক সভাপতি জানান, এখানে মাত্র গ্রাম পঞ্চায়েতের ৩৩টি, পঞ্চায়েত সমিতির ৭টি ও জেলা পরিষদের তিনটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।বাকি সব আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে।এজন্য তিনি পিংলা বাসীকে অভিনন্দন জানান।

পাশাপাশি, এদিন গড়বেতায় জেলাপরিষদের ৪২ নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম ওঝা সহ পঞ্চায়েতের অন্যান্য আসনের প্রার্থীদের সমর্থনে মিছিল বের করা হয়। যেখানে হাজির ছিলেন গড়বেতার বিধায়ক আশীষ চক্রর্বর্তী প্রমুখ।

Published on: এপ্রি ২৯, ২০১৮ @ ০০:০১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

40 − 32 =