টাফি’র মিটিং-এ সম্বর্ধিত থাই এয়ারওয়েজ, ভিএফএস

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১৬, ২০২২ @ ০১:০৯

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ ডিসেম্বর: বৃহস্পতিবার কলকাতায় ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি তাদের দ্বি-মাসিক মিটিং-এ থাই এয়ারওয়েজ ও ভিএফএস কে সম্বর্ধিত করল। দু’টি সংস্থার প্রতিনিধিদের হাতে বিশেষ স্মারক তুলে দেন টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি। থি এয়ারওয়েজের পক্ষে স্ম্রক গ্রহণ করেন সাজিদ খান এবং ভিএফএস-এর পক্ষে ছিলেন অর্ঘ্য মজুমদার, শাহিরুদ্দিন আহমেদ ও রঞ্জিতা সিং।

এদিন কলকাতায় কেনিলওয়ার্থ হোটেলে অনুষ্ঠিত টাফি’র মিটিং-এ বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন থাই এয়ারওয়েজ ও ভিসা ফেসিলেশন সার্ভিস বা ভিএফএস। তারা তাদের উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে টাফি’র সদস্যদের সামনে নানা দিক তুলে ধরেন।

বিগত ৪০ বছর ধরে যে থাই এয়ারওয়েজ  ছিল, সেটা কোভিড টাইমে বন্ধ হয়ে গেছিল। অনেক অনুরোধ করা পর আগামী ১লা জানুয়ারি থেকে পুনরায় শুরু হচ্ছে। টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন- “আমরা থাই এয়ারওয়েজের কাছে বলেছিলাম যে আপনারা একজন প্রতিনিধিকে পাঠান, যিনি বলতে পারবেন যে এই বিমানের কত ভাড়া হবে, কেমন ধরনের বিমান হবে। কত আসন থাকবে। কারণ, এটা চালু হওয়ার পর যদি লোক না হয়, কেউ যদি না যায় তাহলে আবার এটি বন্ধ হয়ে যেতে পারে। তাই আমরা বলেছিলাম যে আপনি চালু করুন, আমরা বিক্রি করব। থাই এয়ারওয়েজ একটা ওয়ান্ডারফুল প্রোডাক্ট। ৪০ বছর ধরে ছিল। আবার সেটা পুনরায় চালু হচ্ছে। তাই তাদের আপডেট জানানো দরকার। তাই একটা প্রেজেন্টেশন করেছে।“

এদিন আরও একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়েছে। সেটা হল ভিএফএস – ভিসা ফেসিলেশন সার্ভিস।সমস্ত ভিসা ওখান থেকে হয়। কাস্টমারের বিষয়টা হাইকমিশন বা এমব্যাসি যাবে। তা এনিয়ে অনেক ধোঁয়াশা ছিল, কেন এত সময় লাগছে, কিভাবে তাড়াতাড়ি করা যায়। তা নিয়ে একটা উপযোগী ইনফর্মেশন দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য খুব ভাল আপডেট হয়েছে। বলেন টাফি’র চেয়ারম্যান।

Published on: ডিসে ১৬, ২০২২ @ ০১:০৯


শেয়ার করুন