পাহাড়ে ভয়াবহ ভুমিধ্বসে অবরুদ্ধ মানালি-চন্ডীগড় জাতীয় সড়ক

দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: জুলা ২৭, ২০১৯ @ ১৩:০০

এসপিটি নিউজ, সিমলা, ২৭ জুলাই: মানালি-চন্ডীগড় জাতীয় সড়কের পাশে প্রবল ভূমিধ্বসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রাতভর প্রবল বর্ষণের ফলে শনিবার ভোরে ভারী ধরনের ভূমিধ্বসের কারণে রাস্তায় যানবাহন থমকে দাঁড়িয়ে পড়েছে। দুই দিক থেকেই যানবাহনের লম্বা লাইন পড়ে গেছে। পর্যটকদের গাড়িও এর মধ্যে আটকে পরেছে। প্রশাসন ও পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে।

জাতীয় সড়কে সকাল ন’টা থেকে গাড়ি চলাচল স্তব্ধ হয়ে আছে। এই পরিস্থিতিতে গাড়িগুলিকে মান্ডি-কাটৌলা-বাজৌরা হয়ে ছাড়া হচ্ছে। এর ফলে গাড়ির জ্যাম লাগার সম্ভাবনাও দেখা দিয়েছে। তবে এই পরিস্থিতিতে ওই রাস্তায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেগুলি এখনও পর্যন্ত জাতীয় সড়কের উপরেই দাঁড়িয়ে আছে।

পূর্ত দফতরের অধীন কোট্রোপি-চুবকু সড়কের বেশ কিছু জায়গায় ভুমিধ্বস ও গাছ পড়ার ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ছে। এই রাস্তায় নিগমের বাস আটকে আছে। যাত্রা সমস্যাসঙ্কুল হয়ে পড়ছে। কলেজ ও আইটিআই ছাত্র সহ সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলেছে। ছবি সৌজন্যে দৈনিক জাগরণ  

Published on: জুলা ২৭, ২০১৯ @ ১৩:০০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

74 − = 64