ব্যাংকক-কলকাতা রুটে ১ মে থেকে থাই স্মাইল উড়ান চালু হচ্ছে, থাই এয়ারওয়েজ-ও কি থাকছে-প্রশ্ন টাফি’র

Main দেশ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ৩০, ২০২৩ @ ২৩:৩৮
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৩০ মার্চ: আগামী ১ মে থেকে পুনরায় ব্যাংকক-কলকাতা রুটে থাই স্মাইল উড়ান চালু হতে চলেছে। কোভিড মহামারীর সময় থাইল্যান্ডের এই উড়ান সংস্থাটি কলকাতায় তাদের পরিষেবা শুরু করেছিল। এরপর এই বছর থেকে থাই এয়ারওয়েজ তাদের উড়ান পরিষেবা চালু করে। কিন্তু আবার কেন থাই স্মাইল উড়ান চালু হতে চলেছে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে।

গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান (পূর্ব ভারত) অনিল পাঞ্জাবি এসপিটি-কে জানিয়েছেন- আগামী ১ মে থেকে থাই স্মাইল কলকাতা থেকে তাদের পরিষেবা পুনরায় শুরু করছে। একই সঙ্গে আমাদের মনে প্রশ্ন জাগছে, তাহলে থাই এয়ারওয়েজের কি হবে? থাই এয়ারওয়েজের অংশ থাই স্মাইল। এটি ছোট উড়ান। আমার মনে হয়, থাই এয়ারওয়েজ এই বছর থেকে পুনরায় কলকাতা-ব্যাংকক রুটে তাদের পরিষেবা চালু করলেও যাত্রী সেভাবে পাচ্ছে না। এমনিতেই থাই এয়ারওয়েজের ভাড়া থাই স্মাইল-এর চেয়ে তুলনামূলক বেশি। যেখানে থাই স্মাইল-এর ভাড়া ২০ হাজার রুপি, সেখানে থাই এয়ারওয়েজের ভাড়া ২৬ হাজার রুপি। ৬ হাজার রুপি বেশি দিয়ে অনেকেই যেতে চাইছে না। তার পর কলকাতা থেকে ব্যাংকক রুটে একাধিক উড়ান চালু আছে। সেগুলিতে ভাড়া অনেক কম। স্বাভাবিকভাবে থাই এয়ারওয়েজ বাজার ধরতে পারেনি। হতে পারে, এটাও একটা কারণ। তার ফলেই পুনরায় থাই স্মাইল উড়ান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিতে হয়েছে।

অনিল পাঞ্জাবি প্রশ্ন তুলেছেন- দিল্লি-ব্যাংকক রুটে থাই এয়ারওয়েজের ভাড়া ২৬ হাজার রুপি। দূরত্ব অনেক বেশি। ব্যাংকক যেতে সময় লাগে চার ঘণ্টা।আবার কলকাতা-ব্যাংকক রুটেও থাই এয়ারওয়েজ একই ভাড়া রেখেছে, অথচ সময় লাগে মাত্র দুই ঘণ্টা। ভাড়ার ক্ষেত্রে কেন এই বৈষম্য? কলকাতার যাত্রীরা কেন এই বৈষম্যের শিকার হবে বলতে পারেন? এখন তো আমাদের মনে প্রশ্ন জাগছে, থাই স্মাইল চালু হলে, থাই এয়ারওয়েজের কি হবে, তারা একই সঙ্গে দুটো উড়ান পরিষেবাই কি চালু রাখবে?

নির্দিষ্ট শিডিউল তৈরি হয়নি

এই বিষয়ে এসপিটি প্রশ্ন রেখেছিল কলকাতায় থাই স্মাইলের প্রতিনিধি সমীর ভৌমিকের কাছে। তিনি জানিয়েছেন, খবর সঠিক। ১ মে থেকে থাই স্মাইল তাদের উড়ান পরিষেবা কলকাতা-ব্যাংকক রুটে পুনরায় চালু করছে। প্রতিদিন উড়ান চলাচল করবে এই রুটে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে নির্দিষ্ট শিডিউল তৈরি হয়নি। আগামী দুই-একদিনের মধ্যেই তা হয়ে যাবে।তখনই বলা যাবে, বিস্তারিত।

Published on: মার্চ ৩০, ২০২৩ @ ২৩:৩৮


শেয়ার করুন