পশ্চিম মেদিনীপুরে ৫ ব্লকে পঞ্চায়েত-বিপর্জয় মোকাবিলায় সাংগঠনিক নেতৃত্বে বদল ঘটালেন মমতা

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতাত– বাপ্পা মন্ডল                                                   ছবি-বাপন ঘোষ

Published on: ডিসে ৩, ২০১৮ @ ২৩:৩৭

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৩ ডিসেম্বরঃ একাধিকবার সফর করে উন্নয়ন ঘটিয়েও পঞ্চায়েত ভোটে পশ্চিম মেদিনীপুর জেলায় পাঁচটি ব্লকে বিজেপিকে রুখতে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এর পিছনে দলের সেইসমস্ত এলাকার নেতাদের সাংগঠনিক ত্রুটি ধরা পড়েছে। আর তাই সেইসব নেতাদের সরিয়ে আরও বেশি অভিজ্ঞ নেতা-নেত্রীদের নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কেশিয়াড়িতে রাজ্য সরকারের সহায়তা প্রদান কর্মসূচির সভা শেষ করে মেদিনীপুর সার্কিট হাউসে ফিরে আসেন। সেখানে তিনি দলের বিধায়ক ও ব্লক সভাপতিদের নিয়ে জরুরী বৈঠক করেন। সেখানে তিনি বর্তমানে দলের কাজে সন্তুষ্টি প্রকাশ করেন।বলেন কাজ ভাল হচ্ছে। এরপরই তিনি জেলার পাঁচটি ব্লকের সাংগঠনিক পদে অদলবদল ঘটান।

গোয়ালতোড়ে মমতা বিধায়ক প্রদ্যুৎ ঘোষকে দায়িত্ব দেন। শালবনীতে তিনি দায়িত্ব দেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরাকে। মেদিনীপুর সদর ব্লকের দায়িত্ব দেন অমূল্য আচার্য্যকে। খড়গপুর-১ নম্বর ব্লকের দায়িত্ব দেন মেদিনীপুরের বিধায়ক দীনেন রায়কে। কেশিয়াড়িতে তিনি দায়িত্ব দেন সূর্য অট্টকে। একই সঙ্গে তাঁকে নেত্রী হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন-নারায়নগড়ের বিষয়ে সে যেন কোনওভাবেই মাথা না ঘামায়। একই সঙ্গে নারায়নগড়ের সভাপতিকে বিধায়কের সঙ্গে আলোচনা করে কাজ করতে নির্দেশ দেন। সেই সঙ্গে জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রমাপ্রসাদ গিরিকে ধমক দিয়ে বলেন- এক্তিয়ার বহির্ভূত কাজ করবে না।

Published on: ডিসে ৩, ২০১৮ @ ২৩:৩৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 50 = 59