পশ্চিমবঙ্গ পর্যটনঃ ভ্রমণের সেরা গন্তব্য, কলকাতা পর্যটন মেলায় তুলে ধরল নানা দিক

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১৩, ২০২২ @ ০০:৫২
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১২ জুন: একটি রাজ্য। কিন্তু অনেক দিক। কী নেই পশ্চিমবঙ্গে। বৈচিত্র্যময় এক রাজ্য। আছে সবুজ ধানের ক্ষেত। পাহাড়, জঙ্গল, সমুদ্র- কী নেই। প্রকৃতি উজাড় করে দিয়েছে। ভ্রমণের এক সুন্দর স্থান আমাদের এই পশ্চিমবঙ্গ। পর্যটনের সমস্ত রসদ আছে এখানে। ধর্মীয় ক্ষেত্র, সাংস্কৃতিক ক্ষেত্র, প্রাচীন ঐতিহ্য পূর্ণ এই পশ্চিমবঙ্গ। রাজ্য সরকার বাংলার পর্যটনকে এবার দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক আঙিনায় তুলে ধরতে উদ্যোগী হয়েছে। শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া। কলকাতা পর্যটন মেলায় নিজেদের প্যাভিলিয়ন দিয়ে সেই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিল পশ্চিমবঙ্গ পর্যটন দফতর।

রাজ্যের পর্যটনের প্রসারে হয়েছে বৈঠক

ইতিপূর্বে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, প্রিন্সিপাল সেক্রেটারি সৌমিত্র মোহন পর্যটনের প্রসারে এক গুরুত্বপূর্ণ বৈঠক সারেন। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কিভাবে রাজ্যের পর্যটন ব্যবস্থাকে আরও মজবুত করা যায়, কিভাবে পর্যটকদের সুরক্ষা বাড়ানো যায়, কিভাবে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিকে আরও বেশি করে প্রচারের আলোয়া নিয়ে আসা যায়, কিভাবে কলকাতা থেকে বেশি করে আন্তর্জাতিক উড়ান পরিষেবা পুনরায় শুরু করা যায়- এই সমস্ত বিষয় উঠে এসেছে আলোচনায়। আলোচনায় উপস্থিত ছিলেন দশটি ট্রাভেল এজেন্টদের সংগঠন। যার মধ্যে উল্লেখযোগ্য ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি।

কলকাতা থেকে সরাসরি ইউরোপে উড়ান চালুর উদ্যোগ

টাফির পূর্বাঞ্চলের চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন- রাজ্য সরকার পর্যটনের প্রসারে অনেকগুলি উদ্যোগ নিয়েছে। যার মধ্যে আছে- কলকাতা থেকে সরাসরি ইউরোপে উড়ান পরিষেবা। এজন্য একাধিক বিমান সংস্থার একটা তালিকা তৈরি করা হয়েছে। যেখানে তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে – আপনারা দিল্লি, মুম্বই-এর মতো কলকাতা থেকে ইউরোপে সরাসরি উড়ান পরিষেবা চালু করুন। ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ইন্ডিগোকে বলা হয়েছে। রাজ্য সরকার বলেছে- এই বিমান পরিষেবা চালু হয়ে গেলে যাত্রী সমস্যা থাকবে না। কলকাতা থেকেই এবার যাত্রীরা সরাসরি ইউরোপের উড়ান ধরবে। তাদের আর দিল্লি কিংবা মুম্বই যেতে হবে না। এমনই আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

ইতিপূর্বে বাঁকুড়ায় হয়েছে ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প

তবে পর্যটকদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছে রাজ্য। এজন্য একাধিক পর্যটন কেন্দ্রে ট্যুরিস্ট পুলিশ স্টেশন চালু করা হবে। যদিও ইতিমধ্যে বাঁকুড়া জেলায় মাস কয়েক আগে এমনই একটি ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প খোলা হয়ছে। তার উদ্বোধনও হয়ে গিয়েছে সেই সময়। বলা যাতে পারে সেই পুলিশ ক্যাম্পের কথায় মাথায় রেখেই এবার গোটা রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে ট্যুরিস্ট পুলিশ স্টেশন খোলার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

রাজ্যের উদ্যোগ

পর্যটনকে আরও মানুষের কাছে পরিচিত করতে উদ্যোগ নিয়েছে রাজ্য। পর্যটনের সেরা গন্তব্য হল এই পশ্চিমবঙ্গ। পর্যটনের দুনিয়ায় পশ্চিমবঙ্গ হয়ে উঠবে এক নম্বর। সেরার সেরা স্থান। ভিন রাজ্য থেকে আসা মানুষজনকে নিরাপদে তাদের পছন্দের স্থানে পৌঁছে দিতে বদ্ধপরিকর তারা।

পর্যটকদের আকর্ষণ করতে রাজ্যের বেশ কিছু জেলাকে পর্যটনের গন্তব্য করে তোলা হয়েছে। এক একটি জেলাকে চেনানো হয়েছে বিশেষ নাম দিয়ে।

  • উত্তেজনাপূর্ণ বাঁকুড়া,
  • প্যানোরামিক পুরুলিয়া
  • মন্ত্রমুগ্ধকর পূর্ব মেদিনীপুর,
  • জয়রাইড ঝাড়গ্রাম
  • দক্ষিণ ২৪ পরগনার ডায়েরি
  • কলকাতা ডাকছে,
  • চিত্তাকর্ষক কোচবিহার,
  • দার্জিলিঙে আনন্দ

এই সমস্ত জেলার পর্যটন কেন্দ্রগুলিতে অনেক তথ্য তুলে ধরা হয়েছে। যা পড়ে ভ্রমণপ্রেমীরা নিজেদের পছন্দের গন্তব্য খুঁজে নিতে পারে সহজেই।

Published on: জুন ১৩, ২০২২ @ ০০:৫২


শেয়ার করুন