পশ্চিমবঙ্গে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে রিলায়েন্স, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই এটা সম্ভব হয়েছে-বললেন মুকেশ আম্বানি

রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ১৬, ২০১৮ @ ১৫:৩৩

এসপিটি নিউজ, কলকাতা, ১৬ জানুয়ারি: জিন্দলের পর আম্বানির গলাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। গতকাল সজ্জন জিন্দল বলেছিলেন এ রাজ্যে এখন শিল্পের উপযোগী পরিবেশ আছে। একই কথা বললেন আজ মুকেশ আম্বানিও। তিনিও জানিয়ে দিলেন, এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে শিল্পের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। আর সে কারণেই তারা এ রাজ্যে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (রিলায়েন্স) চেয়ারম্যান মুকেশ আম্বানি আজ বলেছেন যে তার কোম্পানি পশ্চিমবঙ্গে পেট্রোলিয়াম এবং খুচরো ব্যবসায়ে ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করবে।

আগামী তিন বছরে এই টাকা বিনিয়োগ করা হবে এবং মোবাইল ফোনের উৎপাদন এবং টপ বক্স তৈরি করে ইলেকট্রনিক শিল্পকেও উন্নীত করা হবে। কলকাতায় দুইদিনের গ্লোবাল বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শিল্পপতি মুকেশ আম্বানি।

তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত টেলিকম ব্যবসায়ের মধ্যে ইতিমধ্যে রাজ্যে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে,যদিও এর আগে ৪,৫00 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অধীনে রাজ্যে শিল্পের উপযোগী পরিবেশের কারণে এটি সম্ভব হয়েছে বলে এদিন আম্বানি জানিয়েছেন।

এদিনের শিল্প সম্মেলনে হাজির ছিলেন আয়োজক শিল্পপতি এল এন মিত্তল, জেএসডব্লিউ স্টিলের সজ্জন জিন্দল, কোটাক গ্রুপের প্রধান উদয় কোটাক, ফিউচার গ্রুপের কিশোর বিয়ানি, আরপি-সঞ্জীব গোয়েনকা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েনকা।

এদিনের শিল্প সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী গত কয়েক মাস ধরেই বলছিলেন এ রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী দিনে বহু শিল্পপতি এখানে শিল্প গড়তে আসবেন। তাঁর এই কথাকে রাজ্যের বিরোধীদের একাংশ নানাভাবে ব্যঙ্গ করে আসছিল। কিন্তু এবার তারাই হাসির খোরাক হতে বসেছে বলে মনে করছেন রাজ্যের অভিজ্ঞ মহল।

কারণ,মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে যেভাবে দেশের প্রথম সারির দুই শিল্পপতি সজ্জন জিন্দল ও মুকেশ আম্বানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাতে পরিস্থিতি ঘুরে গেছে। এখন রাজ্যে যেভাবে শিল্পপতিরা বিনিয়োগ করতে শুরু করেছে সেটা কিন্তু রাজ্যের উন্নয়নের দিক থেকে অত্যন্ত শুভ বলে মনে করছে অনেকে।সূত্রঃ পিটিআই

Published on: জানু ১৬, ২০১৮ @ ১৫:৩৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 7