জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যবোধের রাজনীতি আজ আমাদের কাছে আদর্শ ও গর্বের

দেশ রাজ্য
শেয়ার করুন

সম্রাট তপাদার  

রাজনীতিতে একটি অতি পরিচিত কথা রয়েছে। যেটি হল ‘মূল্যবোধ’।যে মূল্যবোধ থেকে জন্ম নেয় নতুন কিছু ভাবনার। তবে অবশ্যই সেটা নীতি ও আদর্শের উপর ভিত্তি করে। কিন্তু সেই মূল্যবোধ যদি হারিয়ে যায় তাহলে তার কিছুই আর অবশিষ্ট থাকে না।যার জ্বলন্ত উদাহরণ বাংলায় সিপিএমের উগ্র রাজনৈতিক চিন্তাধারা। যা ধীরে ধীরে মানুষকে অতিষ্ট করে তুলেছিল। সেই অতিষ্টতা থেকেই বাংলার ক্ষমতার আসন থেকে বিদায় নিতে হয়েছিল সিপিএমকে। একটু দেরী হলেও মানুষ তাদের ক্ষমতাচ্যুত করতে পিছপা হয়নি। কারণ, মূল্যবোধের রাজনীতি থেকে সরে গিয়ে মানুষ মারা রাজনীতিতে বিশ্বাসী হয়ে পড়েছিল সিপিএম নামক দলটি। এখন তাদের হাতের কড় গোণা ছাড়া আর কোনো উপায় নেই। যতদিন যাচ্ছে তত ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে দলটি। একই অবস্থা কংগ্রেসেরও। যে সিপিএম একসময় তাদের প্রধান শত্রু ছিল সেই সিপিএমের দোসর হয়েই তারা কিছুটা অক্সিজেন জোগানোর চেষ্টায় ছিল। কিন্তু ঐ যে কথায় আছে রাজনীতিতে মূল্যবোধই শেষ কথা! তাই কংগ্রেস নামক জাতীয়তাবাদী দলকেও বাংলা থেকে স্বমূলে উতপাটিত হতে হয়েছে। শুধু বাংলা নয় দেশের শাসন ক্ষমতা থেকেও তারা পর্যুদস্ত হয়েছে।

কিন্তু যে মুল্যবোধ ও তার সঙ্গে নীতি আদর্শের উপর ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণ্মূল কংগ্রেস গঠন করেছিলেন সেই লক্ষ্যে তিনি আজও অবিচল।তার আদর্শকে পাথেয় করে রাজনীতিতে নতুন করে জন্ম নিয়েছে রাজনৈতিক মূল্যবোধ। যে মূল্যবোধের কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে সিপিএম-কংগ্রেসকে। তাই সিপিএম-কংগ্রেস ছেড়ে মানুষ আজ তৃণমূল মুখী। একটু পরিষ্কার করে বললে বাংলা আজ মমতাময়। থেকে থেকে অনেক চেষ্টাও হয়েছে মমতাময়ী বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যবোধ আ সততায় আঘাত হানতে।কিন্তু চিতকার-চেঁচামেচিই সার। মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে সিপিএম-কংগ্রেসকে নতুন করে মূল্যবোধ শেখাতে তাদের ক্যাডার তৈরি কারখানার ভিতরেই পাঠিয়ে দিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যবোধ নাংলা ছাড়িয়ে যখন দেশের রাজনীতিতে ইঙ্গিতপূর্ণ হয়ে উঠেছে তখন সদ্য পরিপক্কতা অর্জন করে বিজেপি নামক একটি দল আবার সেই মূল্যবোধকে ভাঙতে চাইছে। কিন্তু তাদেরও মাথায় রাখা উচিত, হঠাত করে উঠে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী হননি। বহু লড়াই-সংগ্রাম তাঁকে আজ পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। যে জনপ্রিয়তা তৈরি হয়েছে শুধুমাত্র মূল্যবোধের জন্যই। তার সঙ্গে রয়েছে মানুষের প্রতি কমিটমেন্ট অর্থাৎ প্রতিশ্রুতি পালন। বলতে কোনও দ্বিধা নেই, যে মূল্যবোধের রাজনীতি আজ আমাদের কাছে আদর্শ ও গর্বের।শত চেষ্টা করলেও কেউ সেই মূল্যবোধে চিড় ধরাতে পারবে না।যারা চেষ্টা করছে মূল্যবোধে চিড় ধরানোর, এখন তাদের আগে উচিত নিজেদের রাজনৈতিক মূল্যবোধ টিকিয়ে রাখা। বাকিটার উত্তর দেবে সময়।FILE PICS

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 70 = 73