নেতাই-এর মানুষকে কুর্নিশ ও শ্রদ্ধা জানিয়ে যে সম্মান দেখালেন মন্ত্রী শুভেন্দু অধিকারী

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল                                                                 ছবি-বাপন ঘোষ

Published on: জানু ৭, ২০১৯ @ ২৩:৫৯

এসপিটি নিউজ, লালাগড়, ৭ জানুয়ারিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথই তাঁর পথ। মুখ্যমন্ত্রী হলেন তাঁর নেত্রী। তিনি সবসময় তাঁর নির্দেশ মেনেই কাজ করে থাকেন। আজ অষ্টম বর্ষে নেতাই শহীদ স্মৃতি তর্পন অনুষ্ঠানে এসে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে নেতাই-এর মানুষকে কুর্নিশ ও শ্রদ্ধা জানিয়ে সম্মান প্রদর্শন করলেন। রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী একই সঙ্গে জানিয়ে দিলেন তিনি “দেশনেত্রী” মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবেই কাজ করে চলেছেন। সেদিন নেতাই গ্রামের অতগুলি মানুষ সিপিএমের হার্মাদ বাহিনীর নৃশংসতার বলি হওয়ার পরেও সংযমের পরিচয় দিয়েছিল নেতাই-এর মানুষ। তারা সেদিন হাতে অস্ত্র তুলে নেয়নি। তাই তারা সকলের কাছে প্রণম্য ও শান্তির প্রতীক।

শুভেন্দুবাবু বলেন-“২০১১ সালের ৭ই জানুয়ারি নেতাই গ্রামের ঘটনাটি ছিল খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক। যা আজও আমরা ভুলিনি। আগামিদিনেও ভুলব না। অতীতকে যারা ভুলে যায় তার ভবিষ্যৎ ভাল হয় না। নেতাই গণহত্যায় অভিযুক্ত সিপিএমের হার্মাদ বাহিনীর নেতা অনুজ পান্ডে, ডালিম পান্ডে, অশ্বিনী চালক, খলিলউদ্দিন, চন্ডীকরণ, ফুল্লরা মণ্ডল সহ ২৫জনের নামে আদালতে চার্জশিট দাখিল হয়েছে।” নেতাই গণহত্যার একজন খুনিও ছাড়া পাবে না।বলেন শুভেন্দু অধিকারী।

নেতাই গ্রামের প্রতি তাঁর বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে শুভেন্দু অধিকারী বলেন-“প্রতি বছর এই দুঃখের দিনে বছরে একদিন আমি নেতাই আসি। তবে এবার থেকে বছরে দু’বার আসব।” এখানেই শেষ না করে ফের বলেন-“নেতাই গণহত্যায় ৯জন শহীদ এবং ২৯ জন আহতদের পরিবার আমার পরিবার। তাই তাদের পাশে আছি এবং আগামিদিনেও থাকব। নেতাই-এর অবদান কেউ কোনওদিন ভুলবে না।”

এদিন শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে মালা দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

Published on: জানু ৭, ২০১৯ @ ২৩:৫৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 2 =