দেশকে বাঁচাতে ভেটেরিনারি-ফিশারির উন্নতি চান ৯৪ বছরের প্রবীণ প্রাণী চিকিৎসক, যাকে দেখে উচ্ছ্বসিত মন্ত্রী স্বয়ং

Main দেশ প্রাণী ও মৎস্য বিজ্ঞান রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ১১, ২০২৩ @ ১৯:৪৯

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১১ জানুয়ারি: ভেটেরিয়ানদের সুবর্ণজয়ন্তী পুনর্মিলন উৎসবের মঞ্চে নজর কাড়লেন ৯৪ বছরের এক প্রবীণ প্রাণী চিকৎ্সক। ডা. মানবেন্দ্র নারায়ণ পোদ্দার।সেখানে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সকলেই বর্তমানে নিজেদের জায়গায় উচ্চপদে আসীন রয়েছেন। তার মধ্যে এই প্রবীণ প্রাণী চিকিৎসককে দেখে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী।

গতকাল মঙ্গলবার উৎসবের উদ্বোধনবী ভাষণের শুরুতেই মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বলেন- “এই যে আপনারা এখানে আছেন , তার মধ্যে একেবারে বামদিকে যিনি আছেন , উনি আমাকে বললেন – আমার বয়স ৯৪ বছর। আমি আশ্চর্য হচ্ছি আনন্দিত হচ্ছি । উনি আরও বললেন যে আমি এখানকার ছাত্র ছিলাম অধ্যাপক ছিলাম। ওর সঙ্গে পরিচয় হল।”

একেবারে শেষে নিজের স্মৃতি রোমন্থন করতে গিয়ে ৯৪ বছর বয়সী এই প্রবীণ প্রাণী চিকিৎসক ডা. মানবেন্দ্র নারায়ন পোদ্দার বলেন- “আমরা যে সময় চাকরিতে ঢুকি সেই সময় ভেটেরিনারির অবস্থা খুবই খারাপ ছিল। আমরা প্রথমে পাশ করে ফিল্ডে যাই। কি করে ডেভেলপমেন্ট হবে- গরু-ছাগল-ভেড়ার সেই চেষ্টা করছি। তখন কি অবস্থা ছিল, তা আমরা দেখেছি। গ্রাম থেকে লোকজন ছুটে এসে বলত- স্যার আমাদের গ্রামে এই অবস্থা। আপনারা আমাদের গ্রামে আসুন। আমাদের যতটা সাধ্য সেই মতো আপনাদের সুবিধা দেব। সেই মতো আমরা পশ্চিম মেদিনীপুর, আরামবাগ থেকে শুরু করে বহু গ্রামে দৌড়েছি।প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা ছুটে গেছি। আমাদের ডিস্ট্রিক্ট অফিসারও আমাদের সঙ্গে গেছেন। সেই জায়গা থেকে আমরা আজ অনেক উন্নতি লাভ করেছি। আমার দেশকে বাঁচাতে হবে। এজন্য চাই- ভেটেরিনারির উন্নতি, ফিশারির উন্নতি।”

Published on: জানু ১১, ২০২৩ @ ১৯:৪৯


শেয়ার করুন