দেখুন: কী মজার ফুটবলই না খেলছে দুটি বুনো ভাল্লুক

Main খেলা দেশ বন্যপ্রাণ
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৪, ২০২১ @ ১৭:১৫

এসপিটি নিউজ: জঙ্গলের ভাল্লুক খেলছে ফুটবল। হ্যাঁ, কথাটা শুনতে একটু অস্বাভাবিক মনে হলেও এটাই সত্যি। ওড়িশার একটি জঙ্গলে এমন কাণ্ডটাই ঘটেছে।যা নিয়ে হইচই পড়ে গিয়েছে গোটা গ্রামে। একটি ফুটবল নিয়ে দু’টি ভাল্লুকের কেরামতি দেখতে গ্রামের মানুষের ভিড় জমে যায়। আশ্চর্যজনক এমন ঘটনা ঘটেছে ওড়িশার উমারকোট ব্লকের সুখিগা গ্রামে।

ভিডিওতে দেখা যাচ্ছে যে দু’টি বুনো ভাল্লুক ফুটবল নিয়ে আনন্দে খেলা করছে। কখনও বলটাকে ঠেলে দিচ্ছে আবার কখনোবা বলটাকে উপরে উঠাচ্ছে। গ্রামের মানুষ দূরে দাঁড়িয়ে মন ভরে এই বিরল দৃশ্য উপভোগ করছে।

সূত্রের খবর, বন্য প্রাণী-দুটির আগমনের আগে, একদল শিশু জঙ্গলের কাছাকাছি গ্রামের মাঠে খেলছিল।দুটি ভাল্লুক এগিয়ে আসছে দেখে স্থানীয় শিশুরা বিপদ দেখে মাঠ থেকে পালিয়ে যায়। “যাইহোক, ভাল্লুক-জুটি হিংস্র ছিল না, বরং তারা আমাদের রেখে যাওয়া ফুটবল নিয়ে খেলতে শুরু করেছিল,” বলছিলেন স্থানীয়রা।

দু’টি ভাল্লুকের ফুটবল নিয়ে খেলার দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। “দুটি প্রাণী কয়েক মিনিটের জন্য খেলে জঙ্গলে অদৃশ্য হয়ে যায়,”  জানায় শিশুরা। ভিডিওটিতেও দেখা গিয়েছে, ভাল্লুক দুটি খলতে খলতে এক সময় ফুটবলটিকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়।

Published on: সেপ্টে ১৪, ২০২১ @ ১৭:১৫


শেয়ার করুন