দুই গোলে এগিয়ে থেকেও বেঙ্গালুরু এফসি গোয়ার বিরুদ্ধে জয় পেল না

Main খেলা দেশ
শেয়ার করুন

Published on: নভে ২৩, ২০২০ @ ০০:১৫

এসপিটি নিউজ:  রবিবার ফাতর্ডা স্টেডিয়ামে এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি-র মধ্যে একটি রুদ্ধশ্বাস ম্যাচ হল। দুই দলই 2-2 গোলে ড্র রেখে পয়েন্ট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। প্রথম এবং দ্বিতীয়ার্ধে যথাক্রমে ক্লেটন সিলভা এবং জুয়ানানের নেওয়া গোলে বেঙ্গালুরু এগিয়ে গেছিল। যদিও, তারা তা ধরে রাখতে পারেনি। গোয়ার হয়ে অভিষেক ম্যাচে ইগোর অ্যাঙ্গুলো দুটি দ্রুততম গোল করে দলকে হারের হাত থেকে শুধু রক্ষাই করেনি ম্যাচ ড্র রাখতে মুখ্য ভূমিকা নিয়েছেন।

সুনীল ছেত্রি খেলাট দুই মিনিটে প্রথম্বারের মতো চেষ্টা করেছিলেন। আশিক কুরুনিয়ানও পরে একটি সুযোগ প্যেছিলেন কিন্তু কাজে লাগাতে পারেননি। তবে ম্যাচের প্রথম দিকে প্রাধান্য রেখেই খেলেছে বেঙ্গালুরু। য়ার তার ফলও তারা পেয়েছে ম্যাচের ২৭ মিনিটে। হাজমাঞ্জোত খাবরা আলতোভাবে বলকে গোয়ার বক্সে ভাসিয়ে দিতেই তাতে মাথে ঠেকিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন সিলভা।

দ্বিতীয়ার্ধে গোয়ার ফুটবলাররা ম্যাচে সমতা ফেরানোর লক্ষ্যে আক্রমনাত্মক ফুটবল শুরু করে। কিন্তু এই সময় বেঙ্গালুরু আরও একটি গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের ৬৬ মিনিটে বিকল্প আলবার্তো নোগুয়েরার একটি লাইন ব্রেকিং পাস থেকে একটি অসাধারণ গোল করে ব্যবধান কমান অ্যাঙ্গুলো। আঙ্গুলো ঠিক তার তিন মিনিট পরে যখন ও বেঙ্গালুরুর ছয় গজ বক্সের মধ্যে ডান দিক থেকে আলেকজান্ডার জেসুরাজের ক্রসটি টেনে গোয়ার পক্ষে দ্বিতীয় গোলটি করে দলের হয়ে সমতা ফারান অ্যাঙ্গুলো।

ম্যাচের নায়ক – ইগর অ্যাঙ্গুলো

এদিন বেঙ্গালুরু শুরটা ভালো করলেও শেশগ পর্যন্য ইয়াতা খেলার রাশ ধরে রাখতে পারেনি। আর এর জন্য গোয়ার নির্ভরযোগ্য ফুটবলার অ্যাঙ্গুলোকে কৃতিত্ব দিতেই হবে। যেভাবে তিনি এদিন অল্প সময়ের ব্যবধানে দু’টি অসাধারণ গোল করে বেঙ্গালুরুর জয়কে প্রতিহত করে দিয়ে একটি পয়েন্ট ছিনিয়ে আনলেন তার জন্য এই ম্যাচে তিনি হয়ে সেরা খেলোয়াড়।

Published on: নভে ২৩, ২০২০ @ ০০:১৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 + = 40