তৃণমূলের সবাই খারাপ নয়, দলের কিছু নেতার উপর রাগ করে ভোট দেবেন না এটা করবেন না- বললেন মমতা

Main দেশ রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

“কিছু মানুষ ভুল বুঝিয়ে পঞ্চায়েত নির্বাচনে আপনাদের ভোট নিয়েছিলেন। আপনারা এবার তাদের ভোট দেবেন না।”

“গ্যাসের দাম বাড়ানো, পেট্রোলের দাম বাড়ানো, কৃষকের আত্মহত্যা, এনআরসির নাম করে দাঙ্গা লাগানো এদের কাজ।এদের ভোট দেবেন না ।”

“নিজের এলাকায় মাওবাদীদের দমন করতে পারে না ,অথচ বিজেপি বড় বড় কথা বলছে।”

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

 Published on: মে ৫, ২০১৯ @ ২৩:৫৩ 

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৫ মে: পঞ্চায়েত ভোটে যে ভুল হয়েছিল তা যাতে দ্বিতীয়বার না ঘটে সেদিকে সদা সতর্ক তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই তাঁকে এদিন ঝাড়গ্রামের নির্বাচনী সভা মঞ্চ থেকে বলতে শোনা যায়-‘তৃণমূলের সবাই খারাপ নয়, দলের কিছু নেতার উপর রাগ করে তৃণমূলকে ভোট দেবেন না এটা করবেন না।’

আত্মসমালোচনায় মুখ্যমন্ত্রী

1) মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- “কিছু মানুষ ভুল বুঝিয়ে পঞ্চায়েত নির্বাচনে আপনাদের ভোট নিয়েছিলেন। আপনারা এবার তাদের ভোট দেবেন না। দলের কিছু নেতার উপর রাগ করে তৃণমূলকে ভোট দেবেন না এটা করবেন না। তৃণমূলের সবাই খারাপ নয়।নিচুতলার দু-একজন কিছু ভুল করেছিল তাদের আমরা সরিয়ে দিয়েছি ।আপনারা তৃণমূলের পাশে থাকুন। আমি আপনাদের পাশে রয়েছি।আমি ১০০ বার জঙ্গলমহলে এসেছি। আগামী দিনে আরও আসবো।”

দিলেন উন্নয়নের খতিয়ান

2) এরপর মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। বলেন- “রাজ্যে ক্ষমতায় আসার পর জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।এলাকা মাওবাদী মুক্ত হয়েছে।জঙ্গলমহল এলাকার উন্নয়ন হয়েছে। জঙ্গলমহলের 30 হাজার ছেলে মেয়ের চাকরি হয়েছে ।এখনও উন্নয়নের কাজ চলছে ।ঝাড়গ্রামে মেডিকেল কলেজ তৈরির কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় তৈরির কাজ শুরু হয়েছে। ভসরা ঘাটে সুবর্ণরেখা সেতু তৈরি হয়েছে।আমতলার ঘাটে কংসাবতী নদীর উপর সেতু হয়েছে।নয়াগ্রাম, গোপীবল্লভপু্‌র,  ঝাড়গ্রামে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে।”

মাওবাদী দমনের কথা বলে খোঁচা দিলেন বিজেপিকে

3) “মাওবাদীরা আর জঙ্গলমহলে নেই। অথচ বিজেপি শাসিত রাজ্যগুলিতে মাওবাদীরা এখন দাপিয়ে বেড়াচ্ছে। পাশের রাজ্য ঝাড়খণ্ড যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানেও মাওবাদীরা দাপিয়ে বেড়াচ্ছে। নিজের এলাকায় মাওবাদীদের দমন করতে পারে না ,অথচ বিজেপি বড় বড় কথা বলছে।এদের মানুষের উন্নয়নের পাবেন না।কিন্তু জাতপাত ধর্ম নিয়ে ভেদাভেদে এদের পাবেন। গত পাঁচ বছরে আপনাদের এরা ধোকা দিয়েছে।এদের বিশ্বাস করবেন না।” বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে বিঁধলেন মমতা

4) বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন-“পাঁচ বছরে বিজেপি একবারও এখানে আসেনি। এখন ভোট চাইতে এসেছে।এরা বসন্তের কোকিল, আমরা দাড় কাক। আমরা সারা বছর মানুষের পাশে থাকি। মানুষের উন্নয়নে কাজ করি। গ্যাসের দাম বাড়ানো, পেট্রোলের দাম বাড়ানো, কৃষকের আত্মহত্যা, এনআরসির নাম করে দাঙ্গা লাগানো এদের কাজ।এদের ভোট দেবেন না ।আপনারা চাওয়ালা কে প্রধানমন্ত্রী বানিয়ে ছিলেন এখন তিনি চৌকিদার হয়েছেন। চৌকিদার কি সেটা আপনারা ভালো করে জানেন।”

“সিপিএমের হার্মাদরা এখন বিজেপির জার্সি গায়ে দিয়ে বড় মস্তান হয়েছে।তারাই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে। আপনারা তাদের আশ্রয় দিবেন না।” বলে ওঠেন মমতা।

রবিবার বেলপাহাড়ি এস সি হাই স্কুল ময়দানে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বীর বাহা সোরেন টুডু’র সমর্থনে নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে এইসব কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published on: মে ৫, ২০১৯ @ ২৩:৫৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 1