নেপাল ভ্রমণে আপনার পথ চলার বিশ্বস্ত সঙ্গী PACIFIC TRAVEL & HOLIDAYS, দিল নয়া ঠিকানার খোঁজও

দেশ বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

সংবাদদাতা-অনিরুদ্ধ পাল

Published on: ফেব্রু ২৪, ২০১৯ @ ১০:২০

এসপিটি নিউজ, কলকাতা, ২৪ ফেব্রুয়ারিঃ নেপালে ঘুরতে যেতে কে না চায়। এটি আলাদা দেশ হলেও এর সঙ্গে আমাদের ভারতের সংস্কৃতি-কৃষ্টি-সভ্যতার অনেক মিল আছে। সেখানে আছে একাধিক মন্দির। আছে হিমালয়ের একাধিক পাহাড়। বিশ্বের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ এভারেস্টও রয়েছে এই নেপালেই। সেখানে ছড়িয়ে আছে একাধিক ন্যাশনাল পার্ক। আছে রোমঞ্চকর ভ্রমণের স্বাদও। সব মিলিয়ে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হিমালয়ের কোল ঘেঁষে থাকা নেপাল।কলকাতায় অনুষ্ঠিত TTF SUMMER-এ এসবের নানা দিক নিয়ে হাজির হয়েছে নেপালের বিশ্বস্ত ভ্রমণ সংস্থা PACIFIC TRAVEL & HOLIDAYS। যে হতে পারে নেপাল ভ্রমণে আপনার পথ চলার বিশ্বস্ত সঙ্গী।

সংবাদ প্রভাকর টাইমস এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মদন অধিকারীর মুখোমুখি হয়েছিল। তিনি জানালেন নেপাল ভ্রমণের নানা কথা। কিভাবে কোথায় পর্যটকরা যেতে পারেন তারই নানা খোঁজ-খবর দইলেন মদন অধিকারী।

তিনি জানালেন-“তাঁদের সংস্থা এর আগে দু’বছর আগে ব্যাঙ্গালোর TTF -এ অংশ নিয়েছিল। তবে কলকাতায় এটায় তাঁদের প্রথম আগমন।”নেপালের ভ্রমণ ব্যবসা অনেকাংশে ভারতের উপর নির্ভরশীল। তাই নেপালের ভ্রমণ সংস্থাগুলির সবসময় ভারতীয় পর্যটকদের তাঁদের দেশে নিয়ে যেতে নানা ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এজন্য নেপাল সরকারের সঙ্গে ভারত সরকারের বোঝাপড়াও খুবই ভাল। আর তার জন্য নেপাল-ভারত পরস্পর বন্ধু হয়ে উঠেছে।

PACIFIC TRAVEL & HOLIDAYS-এর MD Madan Adhikari জানালেন-” নেপালে যারা ঘুরতে যায় তার ৮০ শতাংশই হল ভারতীয়। দিনকে দিন নেপালে ভারতীয় পর্যটকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। আমরাও তাই ভারতীয় পর্যটকদের জন্য সব রকমের সুযোগ-সুবিধা দিতে তৈরি হয়ে আছে। আপনারা শুধু ট্রাভেল ব্যাগ গুছিয়ে ট্রেনের টিকিট কিংবা প্লেনের টিকিট কেটে চেপে বসবেন। আমরা আপনাদের স্বাগত জানাতে তোইরি হয়ে থাকব। আসুন নেপাল। দেখে যান প্রাকৃকিত সৌন্দর্যে ভরপুর এক সুন্দর দেশ নেপাল।”

তারা যেসব ট্যুর করান সেগুলি হল-Nature Tour, Culture Tour, Spiritual Tour, Buddhist Pilgrim Tour, Photography Tour, Historical Tour, Adventure Tour, Bird Watching Tour, Pragliding Bungee Jump, Hiking/Trekking, White Water Rafting, Jungle Safari, Mnakmana Darshan, Muktinath Darshan.

মদন অধিকারী নেপাল ভ্রমণে এক অসাধারণ স্থানের ঠিকানা দিলেন। কিভাবে যেতে হবে বলে দিলেন তাও। যারা ঘুরতে ভালবাসেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন-“আপনারা যারা কলকাতা থেকে ভ্রমণ করেন তাদের পক্ষে খুব সহজ যাত্রা হবে। হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেসে চেপে বসবেন। নন-এসি সংরক্ষণ কামরায় ভ্রমণের টিকিট মূল্য মাত্র ৫০০টাকা। এসি-থ্রি-টিয়ারে ভাড়া এক হাজার টাকার মতো। ব্যস, বেড়িয়ে পড়ুন লাগেজ গুছিয়ে নিয়ে। মিথিলা এক্সপ্রেসে। বিহার বর্ডার থেকে এক ঘণ্টার পথ পৌঁছে দেবে সোজা প্রসার রাষ্টীয় নিকুঞ্জ। শুধু একটি ফোন কিংবা হোয়াটআপ নম্বরে জানিয়ে দিন কবে আসছেন- এরপর বাকি দায়িত্ব আমাদের। কি তাহলে আসছেন তো? জানতে চাইলেন মদন।

Published on: ফেব্রু ২৪, ২০১৯ @ ১০:২০

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 − = 16