তাজমহলের প্রবেশ মূল্য ৫ গুণ বাড়ল

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: ডিসে ৯, ২০১৮ @ ২০:৪১

এসপিটি নিউজ, নিউ দিল্লি, ৯ ডিসেম্বরঃ তাজমহলে প্রবেশ এখন বেশ ব্যয়বহুল হয়ে গেল। আগের মতো সস্তায় প্রবেশ এখন আর সম্ভব নয়।আগামী ১০ ডিসেম্বর থেকে এই বিধি কার্যকর হতে চলেছে। এই নয়া ব্যবস্থায় এখন ৫০টাকার বদলে প্রবেশ মূল্য দিতে হবে ৫ গুণ বশি অর্থাৎ ২৫০ টাকা।যেখানে বিদেশি পর্যটকদের দিতে লাগবে ১৩০০ টাকা। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ তাজমহলে অযথা ভিড় নিয়ন্ত্রণের জন্য এই নয়া টিকিট ব্যবস্থা চালু করেছে।

তাজমহলের টিকিট ১০ ডিসেম্বর থেকে বাড়তে চলেছে। এতদিন তাজমহলে প্রবেশ করার সময় ৫০টাকা দিয়ে টিকিট কাটতে হত।এবার থেকে দেশের পর্যটকদের দিতে হবে ২৫০টাকা। ঠিক সেরকম ভাবেই বিদেশি পর্যটকদের যেখানে ১১০০ টাকা দিয়ে টিকিট কাটতে হত তাদের এবার ২০০টাকা অতিরিক্ত দিয়ে ১৩০০টাকার টিকিট কাটতে হবে।

অর্থাৎ দেখা যাচ্ছে দেশি এবং বিদেশি উভয় পর্যটকদের ২০০ টাকা অতিরিক্ত দিতে হবে আগের মূল্যের থেকে।আসলে এই টাকাটা শাহজাহান এবং মমতাজের সমাধিগুলির সঙ্গে লাগোয়া প্রধান গম্বুজ পর্যন্ত যাওয়ার জন্য এই চার্জ নেওয়া হয়েছে।

Published on: ডিসে ৯, ২০১৮ @ ২০:৪১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =