ডাবল-ডেকার বাসে চেপে পুজোর দি্নগুলিতে শহর ঘুরুন

দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ৩০, ২০২২ @ ১৯:৪৭

এসপিটি নিউজ, কলকাতা, ৩০ সেপ্টেম্বর: অনেক দিন আগেই কলকাতা শহরে এসে গিয়েছিল ডাবল-ডেকার বাসগুলি। কিন্তুন করোনা মহামারীর জন্য সেগুলি চালু করা যায়নি। অবশেষে দুর্গা পুজোয় শহর ঘুরতে এবার তা চালু করা হল। মঙ্গলবার পতাকা নেড়ে পরিকল্পিত রুটে দুটি বাসের উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়ো।

দুটি বাস যথাক্রমে বেলা ১১টা ও বেলা ১২টায় রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোড থেকে ছাড়বে। চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত। ডাবল-ডেকার বাসের ছাদ হুড খোলা থাকছে। ছাদ বিহীন উপরের ডেকে ১২ এবং নিচের ডেকে ১৪জনের বসার জায়গা থাকছে। কাউকে দাঁড়াতে দেওয়া হবে না। উপরের ডেকে রাখা থাকবে রঙিন ছাতা। রোদ-বৃষ্টি থেকে রক্ষা পেতে যাত্রীরা এই ছাতা ব্যবহার করতে পারবেন।

মন্ত্রী বাবুল সুপ্রিয়ো নিজেও এদিন হুড খোলা ডেকে চেপে ছিলেন। তিনি বলছেন- এই বাস ক্যাথেড্রাল রোড থেকে ছেড়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপঘাট, সেন্ট জনস চার্চ, ডেকার্স লেন হয়ে জোড়াসাঁকো অতিক্রম করে সিআর অ্যাভিনিউয়ের ঠাকুরবাড়ি গেটে এসে শেষ হবে।

এই বাসে চাপার জন্য টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ৫০ টাকা। একবার এই টিকিট কেটে যাত্রীরা সম্পূর্ণ পথ ভ্রমণ করতে পারেন। তবে তারা যদি মনে করেন তাহলে উল্লিখিত রুটের যে কোনও একটিতে নেমে পড়তে পারেন। সেখানে ঘুরে আবার তারা পরের বাসে উঠতে পারেন।তবে শুরুতে এই দুটি বাস আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে।

Published on: সেপ্টে ৩০, ২০২২ @ ১৯:৪৭


শেয়ার করুন