ট্রেনের নাম ‘দুধ দূরন্ত’- কেন রাখা হয়েছে এই নাম,কি আছে এর বিশেষত্ব

Main দেশ
শেয়ার করুন

রেনিগুন্টা থেকে “দুধ দূরন্ত”-ট্রেনের মাধ্যমে জাতীয় রাজধানীতে ১০ কোটি লিটার দুধ পরিবহণ করা হয়েছে

 Published on: আগ ১০, ২০২১ @ ২২:০২

এসপিটি নিউজ:  যাত্রী পরিবহনের জন্য একাধিক নামে ট্রেন চলে। পন্য পরিবহনেও আছে একাধিক ট্রেন । এবার সেই পন্য পরিবহনের ক্ষেত্রেও ট্রেনের নাম রাখা হয়েছে। দুধের ট্যাঙ্ক বহন করে নিয়ে যাওয়ার জন্য ট্রেনের নাম রাখা হয়েছে ‘দুধ দূরন্ত’। এই ট্রেনে করে দুধের ট্যাঙ্ক এক স্থান থেকে আর এক স্থানে দ্রুত পৌঁছে দেওয়া হয়।  অন্ধ্রপ্রদেশের রেনিগুন্টা থেকে “দুধ দূরন্ত” বিশেষ ট্রেনের মাধ্যমে জাতীয় রাজধানীতে ১০ কোটি লিটারেরও বেশি দুধ পৌঁছে দেওয়া হয়েছে ।

পিআইবি সূত্র জানিয়েছে, গত বছর ২৬ মার্চ এই বিশেষ ট্রেনের যাত্রাপথের সূচনা করা হয়। তারপর থেকে দক্ষিণ-মধ্য রেলের এই বিশেষ ট্রেন নিরবচ্ছিন্ন ভাবে এই পরিষেবা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ৪৪৩টি ট্রিপের মাধ্যমে ২,৫০২টি দুধের ট্যাঙ্ক পরিবহণ করা হয়েছে।

কোভিড ১৯-এর আগে নতুন দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের মানুষের দুধের চাহিদা পূরণের জন্য সাপ্তাহিক সুপারফাস্ট ট্রেনের সঙ্গে দুধের ট্যাঙ্কার যুক্ত করা হচ্ছিল । কিন্তু, কোভিড পরবর্তী সময়ে দেশে লকডাউনের জেরে যখন এই কাজ সম্ভব হচ্ছিল না, তখন দক্ষিণ-মধ্য রেল “দুধ দূরন্ত” নামে বিশেষ ট্রেন চালানোর কাজ শুরু করে । রেনিগুন্টা থেকে হজরত নিজামুদ্দিন স্টেশন পর্যন্ত ২,৩০০ কিলোমিটার যাত্রাপথ পেরোতে এই বিশেষ ট্রেনের সময় নেয় ৩০ ঘন্টা । “দুধ দূরন্ত” বিশেষ ট্রেনটি সাধারণত ৬টি দুধের ট্যাঙ্ক নিয়ে যাত্রা করে । প্রতিটি দুধের ট্যাঙ্কারে ৪০,০০০ লিটার দুধ ধারণের ক্ষমতা রয়েছে ।

Published on: আগ ১০, ২০২১ @ ২২:০২


শেয়ার করুন