বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৯টি মৃতদেহ উদ্ধার, বাড়ছে মৃতের সংখ্যা

বাংলাদেশ বিদেশ
শেয়ার করুন

Published on: জুলা ৯, ২০২১ @ ১৬:৪১

এসপিটি নিউজ ডেস্কঃ  বাংলাদেশে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০জনেরও বেশি ম্ত্যৃর খবর পাওয়া গিয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত ৪৯টি মৃতদেহ উদ্ধার হয়েছে। আহত বহু। উদ্ধার কাজ চলছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপজেলার কর্ণগোপ এলাকার সেজান জুস, কোমল পানীয় ও বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরির কারখানায় আগুন লাগে। আগুন নেভানোর কাজে দমকলের কর্মীরা নেমে পড়েন।

বাঙ্গালদেশের বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম লিখেছে যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন তাদের জানিয়েছে যে  “পাঁচটি অ্যাম্বুলেন্সে করে আমরা ৪৯ জনের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি ময়নাতদন্তের জন্য।”

ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশিষ বর্ধনকে উদ্ধৃত করে  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে-  ছয় তলা কারখানা ভবনের উপরের দুই ফ্লোরে এখনও আগুন জ্বলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত বলেন, “অনেক লাশ শনাক্ত করার মত অবস্থায় নেই। সেগুলো ঢাকা মেডিকেলের ডিএনএ পরীক্ষার জন্য বলা হবে।”

দৈনিক ইত্তেফাক লিখেছে- নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার ১৯ ঘণ্টা পর কারখানার ভেতর থেকে এক এক করে মৃতদেহ বের করে আনা হচ্ছে। ইতোমধ্যে ৫০টি পোড়া মৃতদেহ বের করা হয়েছে এবং মৃতদেহগুলো ফায়ার সার্ভিসের তিনটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে মর্গে। এর আগে তিনজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া যায়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫৩। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: মোস্তাইন বিল্লাহকে উদ্ধৃত করে বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে-  ফায়ার সার্ভিসের চারটি গাড়িতে ৪৯ জনের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো ওই কারখানার পঞ্চম ও ষষ্ঠ তলার আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীরা কাজ করছেন বলেও জানান তিনি।

সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে যে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে তাদের জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে শুক্রবার দুপুর আড়াইটায় পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

ছবি সৌজন্যে এএফপি

Published on: জুলা ৯, ২০২১ @ ১৬:৪১


শেয়ার করুন