গুজরাট পর্যটন সম্বর্ধিত করল টাফি’র প্রতিনিধিদের

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ৪, ২০২১ @ ০০:৩৬

এসপিটি নিউজ, কলকাতা ও আমেদাবাদ, ৩ সেপ্টেম্বর:  আমেদাবাদে শুরু হল দু’দিনের পর্যটন সম্পর্কিত কর্মশালা। ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র প্রতিনিধিদের নিয়ে এই কর্মশালার আয়োজন করেছে গুজরাট পর্যটন বিভাগ। যেখানে গুজরাটের পর্যটন বিষয়ক নানা তথ্য তুলে ধরা হবে। আজ শুক্রবার তারই সূচনা হল আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

কলকাতা থেকে যাওয়া টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি আমেদাবাদ থেকে জানান- আজকের বৈঠকে সেভাবে কোনও আলোচনা হয়নি। এদিন গুজরাট পর্যটন বিভাগের ডাইরেক্টর উপস্থিত হয়েছিলেন। সেখানে উপস্থিত হয়ে তিনি স্বাগত ভাষণ দেন।তুলে ধরেন গুজরাট পর্যটন বিভাগের সাফল্যের কথা। পর্যটন নিয়ে তাদের ভাবনার কথা। গুজরাট পর্যটন নিয়ে এক সামগ্রিক চিত্র তুলে ধরেন তিনি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত টাফি’র সমস্ত প্রতিনিধিদের সম্বর্ধিত করা হয়। সেরে ফেলা হয় পরিচয় পর্ব। তবে মূল অনুষ্ঠান হবে আগামিকাল। সেখানে মূলত গুজরাট পর্যটনের নতুন সম্ভাবনার কথা তুলে ধরা হবে। মানুষের জন্য বিশেষ করে পর্যটনে আগ্রহী ভ্রমণপ্রিয় মানুষদের জন্য গুজরাট পর্যটনের বিভাগের নানা দিকগুলি তুলে ধরা হবে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে গুজরাট পর্যটন কিভাবে নিজেদের এগিয়ে নিয়ে চলেছে সেই কথাও তুলে ধরা হবে শেষ দিনের বৈঠকে। আজ স্বল্প সময়ের বৈঠকের শেষে টাফি’র প্রতিনিধিদের একটি গ্রুপ ফটোও তোলা হয়। টাফি’র পূর্বাঞ্চলের চেয়ারম্যান সংবাদ প্রভাকর টাইমস-কে ছবিটি পাঠান।

Published on: সেপ্টে ৪, ২০২১ @ ০০:৩৬


শেয়ার করুন