গুজরাটে ফের তিনটি সিংহের মৃত্যু ঘিরে রহস্য

Main দেশ বন্যপ্রাণ
শেয়ার করুন

Published on: অক্টো ২৩, ২০১৮ @ ২৩:৫৬

এসপিটি নিউজ ডেস্কঃ আবারও গুজরাটের গির অরণ্যে সিংহ শাবকের মৃত্যুর ঘটনা ঘটল। এই নিয়ে গত কয়েক মাসে ২৮টি সিংহের মৃত্যু হল। মঙ্গলবার তুলসি শ্যাম রেঞ্জে চার-পাঁচ মাসের তিনটি সিংহ শাবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তাদের মাথায় ও পেটে বড় দাঁতের ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহ তিনটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।বন দফতর অবশ্য এই ঘটনাকে সিংহের নিজেদের মধ্যে লড়াইয়ের ফল হিসেবে দেখছে।

জাগরণ অন লাইন সংবাদ মাধ্যমের খবরের সূত্র ধরা জানা গেছে, গির অভয়ারণ্যের তুলসি শ্যাম রেঞ্জের খডাধার রেভনিউ এলাকায় এক সিংহ শাবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এই খবর পেয়ে সেখানে যখন বন দফতরের বিশেষ দল সেখানে পৌঁছয় তখন সেখানে আর ও দুটি সিংহ শাবকের শব পড়ে থাকতে দেখেন তারা। এর কিছুটা দূরে একটি নীল গাইয়ের মৃতদেহ দেখা যায়। চিকিৎসকদের ধারণা যে তিনটি সিংহ শাবকের দেহে অন্য কোনও প্রাণীর দাঁত তাদের দেহে প্রবেশ করেছে।

দূরে সেই প্রাণীর পায়ের চিহ্ন কিন্তু মিলেছে। এর পর বন দফত এমন সিদ্ধান্তে আসে যে সিংহের নিজেদের মধ্যে লড়াইয়ের ফলে এই ঘটনা ঘটেছে। গত মাসে দলখাড়িয়া রেঞ্জে ২৩টি সিংহের মৃত্যুর পর অম্র্যলীরেঞ্জে দুটি সিংহের মৃত্যু হয়েছিল । এরপর আবারও তিন সিংহ শাবকের মৃত্যুর ঘটনায় নতুন করে রহস্য ঘনীভূত হল। ইতিমধ্যে গুজরাট হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে সেখানে সিনহদের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে করা হয়েছে।

Published on: অক্টো ২৩, ২০১৮ @ ২৩:৫৬

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 2