গিধনির কাছে রেললাইনে কাটা পড়ে মৃত্যু হল শাবক সহ তিনটি হাতির

বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                      ছবি-বাপন ঘোষ

Published on: আগ ৭, ২০১৮ @ ২২:১২

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৭ আগস্টঃ এ যেন বেশ কয়েক বছর আগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের ফ্লাশব্যাক। সেবারেও রেলে কাটা পড়া মৃত্যু হয়েছিল বেশ কয়েকটি হাতির। আজ মঙ্গলবারও ঝাড়গ্রাম-টাটানগর দক্ষিণ-পূর্ব শাখায় গিধনি স্টেশনের কাছে ডুমুরিয়া এলাকায় আপ লাইনে ঘটে গেল সেই মর্মান্তিক দুর্ঘটনা। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল তিনটি হাতির।যার মধ্যে একটি হস্তিশাবকও আছে। এই ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচলে গতি কমিয়ে দেওয়া হয়।

এর আগে বড় ধরনের দুর্ঘটনায় হাতির মৃত্যুর ঘটনা ঘটেছিল উত্তরবঙ্গে। ২০১৫ সালের জুলাই মাসে উত্তরবঙ্গের চালসা বনাঞ্চলে কবিগুরু এক্বপ্রেসের ধাক্কায় লাইনেই কাটা পড়ে ছটি হাতির মৃত্যু হয়েছিল। ৪০ থেকে ৫০টি হাতি রেললাইন পার হচ্ছিল। আর সেইসময় দূরন্ত গতিতে ছুটে আসা ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় হাতিগুলির। বেশ কয়েকটি হাতি গুরুতর জখমও হয়।

এর আগে ২০১০ সালেও ট্রেনের ধাক্কায় একইভাবে কাটা পড়ে মৃত্যু হয়েছিল সাতটি হাতির। ১৯৮৭ থেকে ২০০২ সাল পর্যন্ত রেল ট্র্যাকে কাটা পড়ে মোট ১৮টি হাতির মৃত্যু হয়েছিল। অথচ ২০০২ সাল থেকে এই হাতি মৃত্যুর প্রবণতা কিন্তু তুলনামূলক হারে অনেক বেড়ে গিয়েছে রেল ট্র্যাকে দুর্ঘটনায়। অনেক পরিকল্পনা নেওয়া সত্ত্বেও কিন্তু হাতি মৃত্যুর ঘটনা রোধ করা সম্ভব হয়নি।

এনডিটিভি-র একটি খবরের সূত্র ধরে বলা যেতে পারে গত তিন বছরে রেল লাইনে কাটা পড়ে দেশে ৫৮টি হাতির মৃত্যু হয়েছে। এই তথ্য দিয়েছে ভারতীয় রেলমন্ত্রক।এর মধ্যে সবচেয়ে বেশি হাতির মৃত্যু হয়েছে নর্থইর্স্ট ফ্রন্টিয়ার রেলওয়ে-৩১ট, দক্ষিণ-পূর্ব রেল শাখায় ১০টি আর পাঁচটি উত্তরাঞ্চল রেল শাখায়।

Published on: আগ ৭, ২০১৮ @ ২২:১২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =