কেশপুরে ভারতীর তোপ- “নীল সাদা রংয়ের প্রলেপ দিয়ে উন্নয়ন করেছে বলে ঢাক পেটাচ্ছে চোর সরকার”

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

  1. ভারতী ঘোষ বললেন- “মাওবাদীদের যেভাবে মোকাবিলা করেছি ঠিক সেইভাবেই তৃণমূলেরও মোকাবিলা করবো।”

  2. “চোর তৃণমূল কংগ্রেসকে কেশপুর থেকে হঠাতে হবে।”

  3. “পুলিশকে সামনে রেখে এই সরকার চলছে ,পুলিশ একটু সরে গেলে এদের আর খুঁজে পাওয়া যাবে না।”

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি– বাপন ঘোষ

Published on: এপ্রি ৭, ২০১৯ @ ২১:৫০

এসপিটি নিউজ, কেশপুর, ৭ এপ্রিলঃ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে একইভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।তোপ দেগে বলেন- “”নীল সাদা রংয়ের প্রলেপ দিয়ে উন্নয়ন করেছে বলে ঢাক পেটাচ্ছে চোর সরকার।”

সন্ত্রাসবাদী তৃণমূল সরকার বলে কটাক্ষ ভারতীর

1) রবিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর ব্লক-এর গোলার গ্রামে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। আর সেখানে দাঁড়িয়ে তিনি একের পর এক তোপ দাগতে থাকেন তৃণমূল ও তাদের সরকারের বিরুদ্ধে।

2) ভারতী বলেন- “এ রাজ্যে যে সরকার চলছে তা সন্ত্রাসবাদী তৃণমূল সরকার।এই সরকারকে মাওবাদী সরকার বলা যায় কিনা তা আপনারা ভেবে দেখুন। মাওবাদীদের যেভাবে মোকাবিলা করেছি ঠিক সেইভাবেই তৃণমূলেরও মোকাবিলা করবো।”

3) “দু’টাকা কিলো চাল দিয়ে উন্নয়ন হয় না। আর ওই চালের টাকা দেয় বেশির ভাগটাই কেন্দ্র। ওই চালকেই রাজ্য সরকার ভিক্ষা দিচ্ছে। কেন্দ্র টাকা দিলেও ভাল চাল দিচ্ছে না রাজ্য। নীল সাদা রংয়ের প্রলেপ দিয়ে উন্নয়ন করেছে বলে ঢাক পেটাচ্ছে চোর সরকার। রোজভ্যালি, সারদা ,নারদার টাকা মেরে ওরা বসে থাকেনি, বিভিন্ন প্রকল্পের উন্নয়নের টাকা মেরে দিদির ভাইয়েরা ইতালি ব্রিটেন যাচ্ছে। চোর তৃণমূল কংগ্রেসকে কেশপুর থেকে হঠাতে হবে।”

“মুক্তিযুদ্ধের আন্দোলন রবিবার কেশপুর থেকে শুরু করলাম”

4) ভারতী ঘোষ রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেন- ” যে পুলিশকে সামনে রেখে এই সরকার চলছে ,পুলিশ একটু সরে গেলে এদের আর খুঁজে পাওয়া যাবে না।যদি তৃণমূল সন্ত্রাস করে পুলিশ যদি কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পুলিশকে থানা থেকে বের হতে দেব না। আপনারা ভয় পাবেন না নরকের পরিবেশ সৃষ্টি করেছে রাজ্য সরকার।তাই নরকের পরিবেশ থেকে মুক্তি দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের আন্দোলন রবিবার কেশপুর থেকে শুরু করলাম।” যদি তৃণমূল ব্লক করার চেষ্টা করে তাহলে তা সর্বশক্তি দিয়ে দলীয় কর্মীদের রোখার জন্য দলীয় কর্মীদের তিনি আহ্বান জানান।

5) ভারতী ঘোষ বলেন – “তৃণমূল নেতারা চোর, দুর্নীতিগ্রস্ত, উন্নয়নের টাকা খেয়ে কোটিপতি হয়েছেন। তাই তাদের থেকে তিনি দলীয় কর্মীদের দূরে থাকার নির্দেশ দেন।” সেই সঙ্গে সন্ত্রাস কে উপেক্ষা করে প্রচারের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান দলের নেতা ও কর্মীদের।

Published on: এপ্রি ৭, ২০১৯ @ ২১:৫০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 1 = 2