সবরিমালাঃ খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন “আজতক”-এর মহিলা সাংবাদিক

দেশ
শেয়ার করুন

Published on: অক্টো ১৭, ২০১৮ @ ২৩:৪৭

এসপিটি নিউজ ডেস্কঃ সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছিল মহিলাদের প্রবেশ করতে দেওয়া হোক সবরিমালা মন্দিরে। সেই মতো মন্দিরের প্রবেশদ্বার খুলে দিতেই মহিলারা যেতে শুরু করে। কিন্তু মন্দিরের সঙ্গে যুক্ত লোকজন এবং স্বামী আয়াপ্পা মনে করেন এই রায় তাদের আস্থার বিরুদ্ধে। ফলে শুরু হয় হট্টগোল।মহিলাদের তো রেহাই দেয়নি, ছাড় পায়নি সাংবাদিকরাও। এর ফলে আজতকের মহিলা সাংবাদিক মৌসুমি সিং আক্রান্ত হন।

হামলাকারীরা মৌসুমির উপর চড়াও হয়। তাকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। মারপিট করা হয়। গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করা হয়। মৌসুমির সঙ্গে ইয়জাকা ইন্ডিয়া টুডে’র সঞ্জয়ের উপরও হামলা চলে। বর্তমানে ঐ মহিলা সাংবাদিক মৌসুমি সুরক্ষিত আছে। তিনি হাসপাতালে যেতে সমর্থ হন। জাতীয় মহিলা কমিশন গোটা ঘটনে খোঁজখবর নেওয়া শুরু করেছে।

মৌসুমি ইন্ডিয়া টুডেকে পানান, তিনি যখন নিলেবকলে ছিলেন তখন তার উপর হামলা হয়। ইন্ডিয়া টুদে টিম যখন সেখানে পৌঁছয় তখন তারা দেখে একটি বাস আসছে। তারা মাধবীরজ সাক্ষা.কার নিতে বাসে ওঠে। মাধবী সেই মহিলা যিনি সবরিমালা মন্দিরে দর্শন করতে যাচ্ছিলেন কিন্তু প্রদর্শনকারীরা তাকে ফেরত পাঠিয়ে দেয়।

সুপ্রিম কোর্টের আদেশে মন্দিরের দরজা সমস্ত মহিলার খুলে দেওয়া হয়েছে। প্রদর্শনকারীরা মৌসুমিকে দেখে চেঁচাতে থাকে। এই সময় মৌসুমিকে পিছন দিক থেকে ধাক্কা দেয় হামলাকারীরা। এরই মধ্যে পুলিশ আসে। অন্য সাংবাদিকদের উপরও হামলা হয়।ছবি-এএনআই   

Published on: অক্টো ১৭, ২০১৮ @ ২৩:৪৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 7 = 1