কুকুরের কামড় থেকে বাঁচিয়ে বনবিড়ালকে নিরাপদ আশ্রয়ে পাঠালেন দুই ব্যক্তি

বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ৮, ২০১৮ @ ২২:৪৫

এসপিটি নিউজ, বারুইপুর, ৮ সেপ্টেম্বরঃ রাতে বাড়ির পিছনে কুকুরের ডাক শুনে গিয়ে দেখেন একটি বনবিড়ালকে সমানে কামড়াচ্ছে কয়েকটি কুকুর। স্থানীয় বাসিন্দা কৌস্তভ মুখোপাধ্যায় কুকুরগুলিকে তারান। স্থানীয় এক পরিবেশকর্মী দেবমাল্য চট্টোপাধায়কে ডেকে আনেন। দু’জনের চেশঠায় বনবিড়ালটিকে তুলে দেওয়া হয় বনকর্মীদের হাতে। এখন তাদের নিরাপদ আশ্রয়ে বনবিড়ালটির চিকিৎসা চলছে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বারূইপুর থানার পদ্মপুকুর মোড় এলাকায়।

বন দফতর সূত্রে জানা গেছে, বর্তমানে উদ্ধার হওয়া বনবিড়ালটিকে আপতত নরেন্দ্রপুরের চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারিতে রাখা হয়েছে চিকিৎসার জন্যI সুস্থ হলে কোনও একটি সুরক্ষিত বনাঞ্চলে তাকে ছেড়ে দেওয়া হবেI

বনবিড়াল বা ভামটি গুরুতর জখমI প্রাণীটিকে বাঁচাতে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছেI আগামী দু একদিনের মধ্যেই সে সুস্থ হয়ে উঠবেI এই বিরল প্রজাতির প্রাণীটির প্রাণ বাঁচাতে পেরে খুশি বারুইপুরের এই দুই বাসিন্দা।

Published on: সেপ্টে ৮, ২০১৮ @ ২২:৪৫

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

81 − = 74