কালীপুজোর দিন ও পরদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দক্ষিণবঙ্গে, আছে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তাও

Main আবহাওয়া দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ২০, ২০২২ @ ২২:০৫

এসপিটি নিউজ, কলকাতা, ২০ অক্টোবর: ফের দুর্যোগের পূর্বাভাস জানিয়ে দিল আলিপুর আবহাওয়া বিভাগ। তাতে এবারের কালীপুজোয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আছে। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি ও সেটির ঘূর্ণিঝড়ে ঘ্নীভূত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই বিষয়ে আজ এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে আলিপুর আবহাওয়া বিভাগ থেকে দক্ষিণবঙ্গের কয়েজটি জেলায় ওই দুই দিন হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তাও।

আলিপুর আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে যে আজ ২০ অক্টোবর উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে।এরপর এটি পশ্চিম উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে পূর্বমধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপাসাগরে ২২ অক্টোবর গভীর নিম্নচাপ এবং ২৩ অক্টোবর নাগাদ অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এটি পরে উত্তর অভিমুখে বাঁক নেওয়ার পর ২৪ অক্টোবর নাগাদ পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। পরে এটি ক্রমশ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ওড়িশা উপকূল ঘেঁষে ২৫ অক্টোবর নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে পৌঁছবার সম্ভাবনা আছেদক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

যেসব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা

কালীপুজোর দিন ২৪ অক্টোবর এবং পরদিন ২৫ অক্টোবর দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু স্থানে বজ্রবিদ্যুসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার দু’এক স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এজন্য আগে থেকে সেখানে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

সামুদ্রিক এলাকায় ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা

এই নিম্নচাপের জেরে সামুদ্রিক এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে। এজন্য সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া দফতর। তাতে বলা হয়েছে- কালীপুজোর দিন উত্তর বঙ্গোপাসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার গতিবেগ প্রতি ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার সহ সর্বোচ্চ ৮০ কিলোমিটার হতে পারে। আবার পরদিন এই গতিবেগ আরও বাড়তে পারে। প্রতি ঘণ্টায় ৭০-৮০ কিমি সহ সর্বোচ্চ ৯০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

আলিপুর আবহাওয়া দফতর থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করে বলা হয়েছে যে পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কায় ২৩ অক্টোবর রবিবার পরবর্তী ঘোষণা না দেওয়া অবধুই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের ২২ অক্টোবর শনিবারের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

Published on: অক্টো ২০, ২০২২ @ ২২:০৫


শেয়ার করুন