কলকাতায় বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন, কাজ শুরু হবে সোমবার থেকে

Main দেশ বাংলাদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১৭, ২০২১ @ ২০:২২

এসপিটি নিউজ, কলকাতা, ১৭ ডিসেম্বর: কলকাতায় বাংলাদেশের প্রথম ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন হল গতকাল। অনলাইনে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে এই সেন্টারের উদ্বোধন করেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।এটি সল্ট লেকের সেক্টর ফাইভে অবস্থিত। কলকাতায় এটি হবে শহরের বৃহত্তম একদেশীয় ভিসা আবেদন কেন্দ্র। আগামী সোমবার থেকে এই ভিসা আবেদন কেন্দ্রের কাজ শুরু হতে চলেছে।

কোন সময় করা যাবে ভিসা আবেদন

কলকাতার সল্ট লেকের সেক্টর ফাইভের এই আবেদন কেন্দ্র থেকে প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার আবেদনকারীরা সকাল ন’টা থেকে বিকেল তিনটে পর্যন্ত নিজেদের আবেদন জমা দিতে পারবেন। দুপুর একটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত নিজেদের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। সব রকমের ভিসা প্রসেসিং এর জন্য মূল্য ধার্য করা হয়েছে জিএসটি সহ ৮২৬ রুপি। বর্তমানে বাংলাদেশের ভ্রমণার্থীদের ভারতীয় ভিসার জন্য আবেদনের খরচের সঙ্গে সঙ্গতি রেখেই এই ফি ধার্য করা হয়েছে।

এখানে যে সমস্ত সুবিধা থাকছে

শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (বিডিভিএসি)টি সল্ট লেক সেক্টর ফাইভের প্রাণকেন্দ্রে ১৩ হাজার বর্গ ফুট বিশাল জায়গা জুড়ে অবস্থিত। কলকাতায় এটি হবে শহরের বৃহত্তম একদেশীয় ভিসা আবেদন কেন্দ্র। আবেদনকারীদের স্বাচ্ছন্দ্য আরও বাড়িয়ে তুলতে এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে থাকছে – ভিসার আবেদনপত্র পূরণে সহায়তার জন্য হেল্প ডেস্ক, ফটো ডেস্ক, ফটোকপি পরিষেবা, ইলেকট্রনিক কিউইং মেশিন, ফ্রি ওয়াই ফাই, ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা ও পর্যাপ্ত পার্কিং সুবিধা ইত্যাদি। এখানে সব ধরনের কোভিড বিধি মেনে আবেদনকারীদের সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে। ভবিষ্যতে ভারতে অবস্থিত অন্যান্য বাংলাদেশ মিশনেও একই রকমের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে জানিয়েছেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন।

ভারতে প্রথমবার খোলা হল এই কেন্দ্র

উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন-“বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা বহির্বিশ্বে স্থাপিত সব বাংলাদেশ মিশনের মধ্যে সর্বাধিক ভিসা ইস্যুকারী মিশন। ভারতীয় নাগরিকদের উন্নত ভিসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকার কলকাতা মিশনে ভিসা আউটসোর্সিং এর উদ্যোগ গ্রহণ করেছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেখানে ক্রমবর্ধমান সেখানে সময়োপযোগী এই সংস্কারের প্রয়োজন অনুভূত হয়। তাই ভারতে এই প্রথমবার খোলা হল নতুন বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।”

উপ-হাইকমিশনার তৌফিক হাসান যা বললেন

উপ-হাইকমিশনার তৌফিক হাসান অনুষ্ঠানে বলেন- “আজ বাংলাদেশের বিজয়ের সুর্বণজয়ন্তীতে এবং বাংলাদেশ ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে কলকাতায় বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত। এর মাধ্যমে ভারতীয় নাগরিকরা আমাদের উন্নত ভিসা পরিষেবা পাবেন যা আমাদের দীর্ঘদিনের একটি প্রচেষ্টা ছিল।”

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী সোমবার ২০ ডিসেম্বর, ২০২১ থেকে এই ভিসা সেন্টারের আনুষ্ঠাইক কার্যক্রম শুরু হবে। বর্তমানে ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্যান্য ভিসার জন্য আবেদন করা যাবে। বাংলাদেশ সরকারের পরবর্তী ঘোষণা সাপেক্ষে ট্যুরিস্ট ভিসা প্রদানের উদ্যোগ গৃহীত হবে।

Published on: ডিসে ১৭, ২০২১ @ ২০:২২


শেয়ার করুন