করোনার থাবাঃ টানা ৮ দিনের সম্পূর্ণ লকডাউনে খড়্গপুর আইআইটি ক্যাম্পাস

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ৬, ২০২০ @ ১৬:৫৭

এসপিটি নিউজ, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর:  রাজ্যে সাপ্তাহিক লকডাউন করেও করোনা সংক্রমণ রোধ করা গেল না। পশ্চিম মেদিনীপুর জেলেজুড়ে সংক্রামিতের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। আক্রান্ত খড়গপুর আইআইটির ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক ও হাসপাতালের কর্মীরা।পরিস্থিতি সামান দিতে তাই এবার খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে টানা ৮ দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে দিল কর্তৃপক্ষ।

গতকাল শনিবার ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৮ দিনের সম্পূর্ণ লকডাউন থাকবে খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে। তবে অনলাইনের মাধ্যমে পরীক্ষাগুলি জারি থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। করোনার সংক্রমণ বাড়ার ফলে ৮ দিন সম্পূর্ণ লকডাউন রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে খড়গপুর আইআইটির অধিকর্তা বীরেন্দ্র কুমার তিওয়ারি জানান।

Published on: সেপ্টে ৬, ২০২০ @ ১৬:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

64 − 55 =