কম্পিউটার চুরির একাধিক মামলায় বড় সাফল্য পেল প. মেদিনীপুর পুলিশ

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                                                                  ছবি– বাপন ঘোষ

Published on: ফেব্রু ২১, ২০১৯ @ ২১:১২

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারিঃ বেশ কিছুদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক স্কুল থেকে কম্পিউটার সহ তার নানা সামগ্রী চুরি হচ্ছিল। পুলিশের কাছে খবর আসছিল। কিন্তু পুলিশ কোনওভাবেই তার সূত্র বের করতে পারছিল না। অবশেষে পুলিশ তাদের নিজস্ব সোর্স কাজে লাগিয়ে তদন্তে নয়া মোর আনে। আর সেই মতো তারা তল্লাশি চালিয়ে বীরভূম জেলা থেকে এক মহিলা সহ মোট ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করে। এই চক্রটির সঙ্গে আর কারা জড়িত আছে তা জানতে গ্রেফতার হওয়া সকলকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালাবে পশ্চিম মেদিনীপুর পুলিশ।

গতকাল বুধবার বিভিন্ন জেলায় তল্লাশি চালায় এসওজি, ডেবরা, সবং, খড়্গপুর থানার পুলিশ আধিকারিকরা। তাদের কাছে অভিযোগ ছিল শুধু পশ্চিম মেদিনীপুর জেলাই নয় আশপাশের একাধিক জেলাতেও স্কুলের কম্পিউটার ও তার সামগ্রী চুরি হয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে এবং কারা তা চুরি করছে তা বলতে পাওরছিল না কেউ। কিন্তু এই কেসঅটা যথেষ্ট তৎপরতার সঙ্গে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। তাদের স্পেশাল টিম হানা দেয় বিভিন্ন জেলায়।

এই তল্লাশি অভিযানে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ বেশ বড় ধরনের সাফল্য পেয়ে যায়। তারা একটা বড় চক্রকে হাতেনাতে গ্রেফতার করে। যাদের সকলেই উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়ার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া কম্পিউটার ও তার সামগ্রী। যার মধ্যে আছে ১২টিCPU, ১১টি মনিটর, ১টি প্রজেক্টর এবং এছাড়াও বাজেয়াপ্ত করা হয় অন্যান্য সামগ্রী।

বীরভূম থেকে গ্রেফতার করা হয় দুইজনকে। তারা হল নদিয়ার কোটা বিশ্বাস ও সুব্রত বিশ্বাস। এখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। উত্তর ২৪ পরগনার বারাকপুর পুলিশ কমিশনারেটের জগদ্দল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় নদিয়ার শুভঙ্কর পাল ও জগদ্দলের গৌর দাসকে। এছাড়াও নদিয়ার বীরনগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় ৬০ বছরের প্রফুল্ল বালাকে। পাশাপাশি পুলিশ গ্রেফতার করেছে হাওড়ার শিবপুর থানার সোমা মৈত্রকে।

এখন প্রশ্ন উঠছে-

  • গ্রেফতার হওয়া এই ছয়জন এসব কম্পিউটার চুরি করে কি করত?
  • এসব দিয়ে তারা কি কিছু কাজ করত?
  • এরা কি কারও হয়ে এইসব কম্পিউটার সামগ্রী চুরি করে বেড়াত?
  • এর পিছনে কি আরও বড় কোনও মাথা জড়িত আছে?
  • এতগুলি জেলার এইসব লোকজনকে একে অন্যকে চেনে?
  • যদি চিনেই থাকে তাহলে এদের মধ্যে যোগাযোগ হল কিভাবে?
  • কিসের স্বার্থে এরা এই কাজ করেছে?
  • তাদের কি টোপ হিসেবে এসব করিয়েছে?

Published on: ফেব্রু ২১, ২০১৯ @ ২১:১২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 4