এয়ার ইন্ডিয়া বিদেশ থেকে নিয়ে আসবে অক্সিজেন কনসেন্ট্রেটর, জানালেন হরদীপ সিং পুরী

Main কোভিড-১৯ দেশ বিদেশ বিমান
শেয়ার করুন

Published on: এপ্রি ২৭, ২০২১ @ ২১:৫২

এসপিটি নিউজঃ অক্সিজেনের সমস্যার সমাধানে এবার এয়ার ইন্ডিয়া বিদেশ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে আনতে চলেছে ১০,৬৩৬ অক্সিজেন কনসেন্ট্রেটর।ট্যুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বে-সামরিক পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী। এমনকী, আমেরিকা থেকে চলে আসছে ওষুধ ও চিকিৎসা সামগ্রী।

এক ট্যুইটে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন- ‘হনুমান জয়ন্তীতে দারুন খবর। ভগবান হনুমান যেমন সঞ্জীবনীর সন্ধানে দ্রোনগিরি পর্বত তুলেছিলেন, তেমনই এয়ার ইন্ডিয়া ফিলিপস দ্বারা উৎপাদিত ১০,৬৩৬ অক্সিজেন কনসেন্ট্রেটর পরিবহন করছে। ৬৩৬টি অক্সিজেন কনসেন্ট্রেটর ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের উদ্দেশ্যে উড়েছে । প্রতিদিন জিনিসপত্র আকাশপথে আসছে। এই সপ্তাহের মধ্যেই এই সরবরাহ যাত্রা শেষ হয়ে যাবে।’

ভারত করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে লড়াই করছে এবং বেশ কয়েকটি রাজ্যের হাসপাতালগুলিতে মেডিকেল অক্সিজেন এবং শয্যার ঘাটতি আছে।

ইতিমধ্যে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র কর্পোরেট অংশীদারিত্ব বৃদ্ধি করার জন্য বে-সামরিক পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী এয়ারভিস্তা, ভার্জিন আটলান্টিক এবং এয়ারিন্ডিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। এই বিমান সংস্থাগুলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জরুরী চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অনুদান নিয়ে আসছে।

অক্সিজেন কনসেন্ট্রেটর কি? এটি কিসের কাজ করে?

তবে অনেকের মধ্যেই প্রশ্ন জাগছে যে ফিলিপসের তৈরি এই অক্সিজেন কনসেন্ট্রেটর জিনিসটি কি। অক্সিজেন কনসেন্ট্রেটর আদতে বলা যেতে পারে অক্সিজেন জেনারেটর। এই মেশিনটি অক্সিজেন জেনারেট অর্থাৎ তৈরি করে। করোনা কালে এই মেশিনের গুরুরত্ব এখন বেড়ে গেছে। এই মেশিনের সাহায্যে আপনি বাড়িতে রেখেও ২৪ ঘণ্টা অক্সিজেন তৈরি করতে পারবেন। যা আপনার বাড়িতে অক্সিজেনের অভাব বোধ করা কিংবা অক্সিজেনের ঘাটতি থাকা রোগীকে অক্সিজেন নিতে সাহায্য করবে।

Published on: এপ্রি ২৭, ২০২১ @ ২১:৫২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

33 − 29 =