এনসিআরবি-র চাঞ্চল্যকর তথ্যঃ প্রতি ঘণ্টায় ভারতে চারজন করে শিশু যৌন নির্যাতনের শিকার-ভারতবাসীর লজ্জ্বা

দেশ
শেয়ার করুন

এসপিটি নিউজ ডেস্কঃ মাত্র কয়েকদিন আগে দক্ষিণ কলকাতার একটি নামি স্কুলে চার বছরের এক শিশু দুই শিক্ষকের দ্বারা যেভাবে যউন নির্যাতনের শিকার হয়েছে তা আমাদের সকলের মাথা হেঁট করে দিয়েছে। জঘন্য এই বিষয়টিকে নিয়ে আজ পর্যন্ত বিক্ষোভ চলছে সেই স্কুলে। কিছুদিন আগে উত্তর ভারতেও এমন কুৎসিত ঘটনা ঘটে। রোজই এমন ঘটনা ঘতে ছলেছে সারা দেশের কোথাও না কোথাও। তার মধ্যে কিছু আমাদের নজরে আসছে কিছু আড়ালেই থেকে যাচ্ছে। এসবের উপর ভিত্তি করেই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি-র সর্বশেষ যে তথ্য প্রকাশ করা হয়েছে তা রীতিমত উদ্বেগের। সেখানে উল্লেখ করা হয়েছে- ভারতে প্রতি ১৫ মিনিটে একজন করে শিশু যৌন নির্যাতনের শিকার হইয়ে চলেছে। অর্থাৎ ঘণ্টায় সংখ্যাটা দাঁড়াচ্ছে চারজন।

বৃহস্পতিবার প্রকাশ হওয়া প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনাগুলি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।সম্প্রতি ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হওয়ার পরই শিশুদের উপর যৌন নির্যাতনের  সাম্প্রতিক ঘটনাগুলি প্রকাশ হয়েছে। ঐ মামলায় শিশুর দুই কাকাকে যাবজ্জ্বীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এই তথ্য প্রকাশ করেন।সেই তথ্য অনুযায়ী ২০১৬ সালে শিশুদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হওয়ার ১০৬,৯৫৮ টি মামলা জারি করা হয়েছিল।এর মধ্যে, ৩৬,0২২ টি মামলা পুসো (যৌন অপরাধ থেকে রক্ষা) আইনের অধীনে রেকর্ড করা হয়েছিল।

ভারতে নারী ও শিশু উন্নয়নের মন্ত্রণালয় পরিচালিত ২০০৭ সালের একটি গবেষণায় দেখা গেছে, ৫৩% শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছেন।প্রচারাভিযানকারীরা বলছেন যে বেশিরভাগ নির্যাতনকারী পিতা-মাতা, আত্মীয়স্বজন এবং স্কুলশিক্ষকদের মত পরিচিত ব্যক্তি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

84 − = 74